Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

□ হাইটেক পার্ক নিমার্ণ

 

হাইটকে র্পাক নির্মাণঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ র্কতৃক কক্সবাজার জলোর রামু উপজলোয় দক্ষিন মঠিাছড়ি ইউনয়িনে ৮.১৬ একর জমিতে  বাস্তবায়নাধীন হাইটকে র্পাক স্থাপনরে নিমিত্তে  ইতোমধ্যে প্রকল্পের জমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বভিাগ-কে হস্তান্তর করা হয়েছে ।

প্রকল্পের পটভূমি

আইসিটি ব্যবহারের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে হাই-টেক পার্ক স্থাপন করতে হবে এবং পরবর্তীতে প্রতিটি জেলায় পর্যায়ক্রমে হাই-টেক পার্ক স্থাপন করতে হবে।

প্রকল্পের উদ্দেশ্য

১। বাংলাদেশের আইটি(ইনফরমেশন টেকনোলজি)/এনাবলড সার্ভিসেস )শিল্পকে পরিচালনার জন্য স্থানীয় ও বৈদেশিক কোম্পানীকে আকৃষ্টকরন

২। আইটি আইটিইএস/বিজনেস প্রোসেস আউট সোর্সিং (বিপিও) হাব তৈরি

 

জমির  পরিচিতি

কক্সবাজার জেলা হতে আনুমানিক ৮ কিমি দুরে কক্সবাজার টেকনাফ সড়কের ডান পার্শ্বে দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নে বনতলা নামক স্থানে অবস্থিত ৮.০৭ একর জমি

মন্ত্রনালয়ের নাম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ

বাস্তাবয়নকারী সংস্থা

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

অর্থের উৎস

জিওবি

মোট প্রকল্প ব্যয় (কোটি টাকায়)

মোট      ১৭৯৬.৪০ কোটি টাকা

               ২৫২.৪০ জিওবি 

               ১৫৪৪.০০  প্রকল্প সাহায্য  ভারতের ২য় লাইন অব ক্রেডিট এর অর্থায়ন

প্রকল্পের মেয়াদ

শুরুঃ  ০১ জুলাই ২০১৭ খ্রি.

সমাপ্তিঃ ৩০ জুন ২০২০ খ্রি

 

 

 

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক কক্সবাজার জেলার রামু উপজেলায় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ৮.১৬ একর জমিতে বাস্তবায়নাধীন হাইটেক পার্ক স্থাপনের নিমিত্ত ইতোমধ্যে প্রকল্পের জমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-কে হস্তান্তর করা হয়েছে।