Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

□ ইনস্টলশেন অফ সিংগেল পয়েন্ট মুরিং

ইর্স্টার্ন রিফাইনারী লিঃ চট্টগ্রাম কর্তৃক বাস্তবায়িতব্য সিংগেল পয়েন্ট মুরিং প্রকল্পের জন্য মহেশখালীর ধলঘাটা, কালারমারছড়া ও কালিগঞ্জ মৌজা ৩২.৪০৩০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের নিমিত্তে হুকুমদখলকৃত জমির পরিমাণ ২৪৫.০৯ একর। প্রত্যাশী সংস্থা প্রকল্পের কার্যক্রম অবিলম্বে চালু করবে র্মমে জানিয়েছে।

 

 

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় এসপিএম (ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং) প্রকল্প

 

প্রকল্পের নাম:

ইন্সটলেশন অফ সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপ লাইন

মন্ত্রণালয়ের নাম:

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

বাস্তাবয়নকারী সংস্থা:    

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর পক্ষে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড

অর্থের উৎস:    

জিওবি, বিপিসি এবং এক্সিম ব্যাংক (চায়না)

প্রাক্কলিত ব্যয়:  

৫৪২৬.২৬ কোটি টাকা

প্রথম সংশোধিত ডিপিপি অনুমোদন:

১৪/০৮/২০১৬

প্রশাসনিক অনুমোদন:   

১৮/০৮/২০১৬

 

কারিগরী তথ্যাবলী

 

বাৎসরিক আনলোডিং ক্ষমতা (মোট):

৯ মিলিয়ন মেট্রিক টন

বাৎসরিক আনলোডিং ক্ষমতা (ক্রুড অয়েল):

৪.৫ মিলিয়ন মেট্রিক টন

বাৎসরিক আনলোডিং ক্ষমতা (ডিজেল): 

৪.৫ মিলিয়ন মেট্রিক টন

মোট পাইপ লাইন

২২০ কি.মি. (আনুমানিক)

এইচ ডিডি ক্রসিং:

মাতারবাড়ী খঞঊ, মাতারবাড়ী চ্যানেল, মাতারবাড়ী  

ভিলেজ, গহিরা খঞঊ, কর্ণফুলি নদী।