Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কক্সবাজার

কক্সবাজার জেলার মৌলিক তথ্যঃ

 

নামকরণ:

কক্সবাজারের প্রাচীন নাম পালংকী । একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল। প্যানোয়া শব্দটির অর্থ ‘হলুদ ফুল’।অতীতে কক্সবাজারের আশপাশের এলাকাগুলো এই হলুদ ফুলে ঝকমক করত। এটি চট্টগ্রাম থেকে ১৫৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 

ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ খ্রিঃ এখানে একটি বাজার স্থাপন করেন । কক্স সাহেবের বাজার হতে  কক্সবাজার নামের উৎপত্তি ।

অবস্থান:

২০৩৫'থেকে ২১৫৬' উত্তর অক্ষাংশ এবং ৯১০ ৫০' থেকে ৯২২৩' পূর্ব দ্রাঘিমাংশ

সীমানা:

উত্তরে-চট্টগ্রাম, পূর্বে-বান্দরবান (পার্বত্য জেলা) ও মিয়ানমার, পশ্চিম ও দক্ষিণে-বঙ্গোপসাগর ।

আয়তন:

২,৪৯১.৮৬ বর্গ কিঃমিঃ ।

বৃষ্টিপাত :

বার্ষিক গড় বৃষ্টিপাত ৩,৩৭৮ মিলিমিটার ।

সর্বোচ্চ গড় তাপমাত্রা:

জুন মাসে ৩৯.৫ সেলসিয়াস ।

সর্বনিম্ন গড় তাপমাত্রা:

জানুয়ারি মাসে ১১.৮০ সেলসিয়াস।

বার্ষিক গড় আর্দ্রতা :

৮৩ শতাংশ

প্রধান নদনদী:

মাতামুহুরী, বাঁকখালী, রেজু, কোহালিয়া ও নাফ ।

প্রধান দ্বীপ:

মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহ্পরীর দ্বীপ, ছেঁড়াদ্বীপ ও সেন্টমার্টিনস

 

প্রশাসনিক ইউনিট:

 

উপজেলার সংখ্যা:

০৯ টি

ইউনিয়নের সংখ্যা:

৭১ টি

গ্রাম:

৯৯২ টি

পৌরসভা:

কক্সবাজার, চকরিয়া, টেকনাফ ও মহেশখালী ।

থানা :

০৯ টি

পুলিশ তদন্ত কেন্দ্র:

০৩ টি

হাইওয়ে পুলিশ ফাঁড়ি :

০৫ টি

পুলিশ ফাঁড়ি :

০৫ টি

মৌজাঃ

১৮৮টি

জাতীয় সংসদের আসন সংখ্যা-০৪টি :

কক্সবাজার- ১ (চকরিয়া-পেকুয়া),

কক্সবাজার- ২ (মহেশখালী-কুতুবদিয়া)

কক্সবাজার- ৩ (কক্সবাজার সদর-রামু )

কক্সবাজার- ৪ (টেকনাফ-উখিয়া )