কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
জেলা পরিষদ কাযার্লয়
কক্সবাজার।
স্মারক নং-জেপকা/কক্স/তিন-১১৪০/২০১১/ তারিখঃ ১৬-০৭-২০১৩ খ্রিঃ।
দরপত্র বিজ্ঞপ্তি নং- ০১/২০১৩-২০১৪
কক্সবাজার জেলা পরিষদের অধীনে ২০১২-২০১৩ অর্থ বছরে এডিপি ও নিজস্ব তহবিলে ০৫টি গ্রুপের কাজ বাস্তবায়নের জন্য "The Public Procurement Regulations-2008"অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট (২য় সংশোধন) আইন/ ২০০৯ এর আলোকে শুধুমাত্র কক্সবাজার জেলা পরিষদে ২০১২-২০১৩ অর্থ বছরে নবায়নকৃত /তালিকাভূক্ত সকল শ্রেণীর ঠিকাদার/ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট হতে আর্থিক ক্ষমতা অনুযায়ী সীলমোহরকৃত খামে শর্ত সাপেক্ষে দরপত্র আহবান করা যাচ্ছে। দরপত্রের বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ-
১। | দরপত্র বিক্রয়ের স্থান | : | জেলা পরিষদ কার্যালয়, কক্সবাজার। উপ-পরিচালক,স্থানীয় সরকার,জেলা প্রশাসকের কার্যালয়,কক্সবাজার। নিবার্হী প্রকৌশলীর কাযার্লয়,এলজিইডি,কক্সবাজার। |
২। | দরপত্র দাখিলের স্থান | : | জেলা পরিষদ কার্যালয়, কক্সবাজার। নিবার্হী প্রকৌশলীর কার্যালয়,এলজিইডি, কক্সবাজার। |
৩। | দরপত্র বিক্রয়ের শেষ তারিখ ও সময় | : | ১৮-০৮-২০১৩ খ্রিঃ, বিকাল ৫.০০ ঘটিকা পযর্ন্ত। |
৪। | দরপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় | : | ১৯-০৮-২০১৩ খ্রিঃ, দুপুর ১.০০ ঘটিকা পযর্ন্ত। |
৫। | দরপত্র খোলার তারিখ ও সময় | : | ১৯-০৮-২০১৩ খ্রিঃ, দুপুর ৩.০০ ঘটিকা পযর্ন্ত |
প্রকল্পের তালিকাঃ
গ্রুপ নং | কাজের নাম | প্রাক্কলিত মূল্য (লক্ষ টাকায়) | বায়নার টাকা পরিমাণ | সিডিউলের মূল্য (অফেরতযোগ্য) | কাজ সম্পাদনের সময় (দিন) | ঠিকাদার শ্রেণী |
০১ | কক্সবাজার কে.জি. এন্ড মডেল হাইস্কুলের উন্নয়ন, কক্সবাজার সদর। | ৫,০০,০০০.০০ | ১২,০০০/- | ৩০০/- | ৯০ দিন | সকল শ্রেণী |
০২ | ঝিলংজাস্থ হাজীপাড়া, জানারঘোনা (পাওয়ার হাউজ সংলগ্ন) এলাকায় পানি নিষ্কাশনের জন্য স্থায়ী পাকা ড্রেইন নির্মাণ, সদর কক্সবাজার। | ২,৫০,০০০.০০ | ৬,০০০/- | ১৫০/- | ৬০ দিন | সকল শ্রেণী |
০৩ | বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহামদ গ্রামার স্কুল এন্ড কলেজ উন্নয়ন,চৌফলদন্ডী,সদর । | ৫,০০,০০০.০০ | ১২,০০০/- | ৩০০/- | ৯০ দিন | সকল শ্রেণী |
০৪ | রংমহল সড়ক মেরামত, চকরিয়া। | ২,০০,০০০.০০ | ৫,০০০/- | ১৫০/- | ৬০ দিন | সকল শ্রেণী |
০৫ | মানিকপুর বাজার হতে মগপাড়া সড়ক ফ্ল্যাট সলিং দ্বারা উন্নয়ন, চকরিয়া। | ১,৫০,০০০.০০ | ৩,০০০/- | ১৫০/- | ৬০ দিন | সকল শ্রেণী |
শতর্সমুহঃ
১। বায়নার টাকা প্রধান নিবার্হী কমর্কর্তা, জেলা পরিষদ, কক্সবাজার এর অনুকুলে যে কোন তফসিলভূক্ত ব্যাংক হতে বিডি/ পে-অর্ডার আকারে দরপত্রের সংগে দাখিল করতে হবে।
২। দরপত্র দলিল প্রণয়ন, দরপত্র বিক্রয় ও গ্রহণ, দরপত্র মূল্যায়ন, ঠিকাদার নিবার্চন ইত্যাদি সকল ক্ষেত্রে সরকার কতৃর্ক জারীকৃত "The Public Procurement Regulations-2008"অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট (২য় সংশোধন) আইন/ ২০০৯ এর ধারা সমূহ প্রযোজ্য হবে।
৩। দরপত্র দাতাগণের দাখিলকৃত দরপত্র পরবর্তী ১২০ দিন পযর্ন্ত বলবৎ থাকবে।
৪। আগ্রহী দরপত্র দাতাগণ উল্লেখিত স্থানসমুহ হতে দরপত্র সংক্রান্ত যাবতীয় তথ্যাদি জানতে ও নির্ধারিত নগদ মূল্যে ক্রয় করতে পারবেন।
৫। প্রাক্কলিত মূল্যের ৫% নিম্নদরে অধিক নিম্নদর বা ৫% উর্দ্ধদরের অধিক উর্দ্ধ দর দাখিল করলে দরপত্র বাতিল বলে গণ্য হবে।
৬। নিবার্চিত ঠিকাদারকে চুক্তিনামা সম্পাদনের পূর্বে প্রধান নিবার্হী কমর্কর্তা, জেলা পরিষদ, কক্সবাজার বরাবরে " The Public Procurement Regulations-2008"অনুযায়ী Performance Securityদাখিল করতে হবে।
৭। বিস্তারিত তথ্যাবলী ও অন্যান্য শতাবর্লী অফিস চলাকালীন সময়ে এই জেলা পরিষদ কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তরসমুহ হতে জানা যাবে।
৮। কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহণ/বাতিল কিংবা সকল দরপত্র গ্রহণ/বাতিল করা ক্ষমতা সংরক্ষণ করেন।
৯। প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা হতে প্রকল্প অনুমোদন সাপেক্ষে Notification of Awardপ্রদান করা হবে।
( আববাস উদ্দিন আহমদ)
সহকারী প্রকৌশলী
জেলা পরিষদ,কক্সবাজার।
স্মারক নং-জেপকা/কক্স/তিন-১১৪০/২০১১/ &