Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নোটিশ ও বিজ্ঞপ্তি

জেলা পরিষদ কাযার্লয়

কক্‌সবাজার

স্মারক নং-জেপকা/কক্স/তিন-১১৪০/২০১১/                                                                                                            তারিখঃ ১৬-০৭-২০১৩ খ্রিঃ।

দরপত্র বিজ্ঞপ্তি নং- ০১/২০১৩-২০১৪

কক্সবাজার জেলা পরিষদের অধীনে ২০১২-২০১৩ অর্থ বছরে এডিপি ও নিজস্ব তহবিলে ০৫টি গ্রুপের কাজ বাস্তবায়নের জন্য "The Public Procurement Regulations-2008"অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট (২য় সংশোধন) আইন/ ২০০৯ এর আলোকে শুধুমাত্র কক্‌সবাজার জেলা পরিষদে ২০১২-২০১৩ অর্থ বছরে নবায়নকৃত /তালিকাভূক্ত সকল শ্রেণীর ঠিকাদার/ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট হতে আর্থিক ক্ষমতা অনুযায়ী সীলমোহরকৃত খামে শর্ত সাপেক্ষে দরপত্র আহবান করা যাচ্ছে। দরপত্রের বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ-

 

১।

দরপত্র বিক্রয়ের স্থান

:

জেলা পরিষদ কার্যালয়, কক্‌সবাজার।

উপ-পরিচালক,স্থানীয় সরকার,জেলা প্রশাসকের কার্যালয়,কক্‌সবাজার।

নিবার্হী প্রকৌশলীর কাযার্লয়,এলজিইডি,কক্‌সবাজার।

২।

দরপত্র দাখিলের স্থান

:

জেলা পরিষদ কার্যালয়, কক্‌সবাজার।

নিবার্হী প্রকৌশলীর কার্যালয়,এলজিইডি, কক্‌সবাজার।

৩।

দরপত্র বিক্রয়ের শেষ তারিখ ও সময়

:

১৮-০৮-২০১৩ খ্রিঃ, বিকাল ৫.০০ ঘটিকা পযর্ন্ত।

৪।

দরপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময়

:

১৯-০৮-২০১৩ খ্রিঃ, দুপুর ১.০০ ঘটিকা পযর্ন্ত।

৫।

দরপত্র খোলার তারিখ ও সময়

:

১৯-০৮-২০১৩ খ্রিঃ, দুপুর ৩.০০ ঘটিকা পযর্ন্ত

প্রকল্পের তালিকাঃ

গ্রুপ নং

কাজের নাম

প্রাক্কলিত মূল্য

(লক্ষ টাকায়)

বায়নার টাকা পরিমাণ

সিডিউলের মূল্য (অফেরতযোগ্য)

কাজ সম্পাদনের সময় (দিন)

ঠিকাদার শ্রেণী

০১

কক্‌সবাজার কে.জি. এন্ড মডেল হাইস্কুলের উন্নয়ন, কক্‌সবাজার সদর।

৫,০০,০০০.০০

১২,০০০/-

৩০০/-

৯০ দিন

সকল শ্রেণী

০২

ঝিলংজাস্থ হাজীপাড়া, জানারঘোনা (পাওয়ার হাউজ সংলগ্ন) এলাকায় পানি নিষ্কাশনের জন্য স্থায়ী পাকা ড্রেইন নির্মাণ, সদর কক্‌সবাজার।

২,৫০,০০০.০০

‌৬,০০০/-

১৫০/-

৬০ দিন

সকল শ্রেণী

০৩

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহামদ গ্রামার স্কুল এন্ড কলেজ উন্নয়ন,চৌফলদন্ডী,সদর ।

৫,০০,০০০.০০

১২,০০০/-

৩০০/-

৯০ দিন

সকল শ্রেণী

০৪

রংমহল সড়ক মেরামত, চকরিয়া।

২,০০,০০০.০০

‌৫,০০০/-

১৫০/-

৬০ দিন

সকল শ্রেণী

০৫

মানিকপুর বাজার হতে মগপাড়া সড়ক ফ্ল্যাট সলিং দ্বারা উন্নয়ন, চকরিয়া।

১,৫০,০০০.০০

৩,০০০/-

১৫০/-

৬০ দিন

সকল শ্রেণী

শতর্সমুহঃ

১।   বায়নার টাকা প্রধান নিবার্হী কমর্কর্তা, জেলা পরিষদ, কক্‌সবাজার এর অনুকুলে যে কোন তফসিলভূক্ত ব্যাংক হতে বিডি/ পে-অর্ডার আকারে দরপত্রের সংগে দাখিল করতে হবে।

২।   দরপত্র দলিল প্রণয়ন, দরপত্র বিক্রয় ও গ্রহণ, দরপত্র মূল্যায়ন, ঠিকাদার নিবার্চন ইত্যাদি সকল ক্ষেত্রে সরকার কতৃর্ক জারীকৃত "The Public Procurement Regulations-2008"অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট (২য় সংশোধন) আইন/ ২০০৯ এর ধারা সমূহ প্রযোজ্য হবে।

৩।   দরপত্র দাতাগণের দাখিলকৃত দরপত্র পরবর্তী ১২০ দিন পযর্ন্ত বলবৎ থাকবে।

৪।   আগ্রহী দরপত্র দাতাগণ উল্লেখিত স্থানসমুহ হতে দরপত্র সংক্রান্ত যাবতীয় তথ্যাদি জানতে ও নির্ধারিত নগদ মূল্যে ক্রয় করতে পারবেন।

৫।   প্রাক্কলিত মূল্যের ৫% নিম্নদরে অধিক নিম্নদর বা ৫% উর্দ্ধদরের অধিক উর্দ্ধ দর দাখিল করলে দরপত্র বাতিল বলে গণ্য হবে।

৬।   নিবার্চিত ঠিকাদারকে চুক্তিনামা সম্পাদনের পূর্বে প্রধান নিবার্হী কমর্কর্তা, জেলা পরিষদ, কক্সবাজার বরাবরে " The Public Procurement Regulations-2008"অনুযায়ী Performance Securityদাখিল করতে হবে।

৭।   বিস্তারিত তথ্যাবলী ও অন্যান্য শতাবর্লী অফিস চলাকালীন সময়ে এই জেলা পরিষদ কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তরসমুহ হতে জানা যাবে।

৮।   কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহণ/বাতিল কিংবা সকল দরপত্র গ্রহণ/বাতিল করা ক্ষমতা সংরক্ষণ করেন।

৯।    প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা হতে প্রকল্প অনুমোদন সাপেক্ষে Notification of Awardপ্রদান করা হবে।

 

 

 

                                                                                                           ( আববাস উদ্দিন আহমদ)

                                                                                                               সহকারী প্রকৌশলী

                                                                                                       জেলা পরিষদ,কক্‌সবাজার।

 

স্মারক নং-জেপকা/কক্স/তিন-১১৪০/২০১১/                                                                                                              তারিখঃ ১৬-০৭-২০১৩ খ্রিঃ।

অনুলিপিঃ সদয় অবগতি ও বহুল প্রচারের জন্য প্রেরণ করা হলোঃ

০১।    বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।

০২।    জেলা প্রশাসক, কক্‌সবাজার।

০৩।    উপ-সচিব, জেলা পরিষদ শাখা, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

০৪।    উপ-পরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কাযার্লয়,কক্‌সবাজার।

০৫।    মেয়র, ............................... পৌরসভা, কক্‌সবাজার।

০৬।    নিবার্হী প্রকৌশলী, এল,জি,ই, ডি/গণপূর্ত বিভাগ/সড়ক ও জনপথ বিভাগ/পৌরসভা, কক্‌সবাজার।

০৭।   চেয়ারম্যান, উপজেলা পরিষদ, .........................(সকল),কক্সবাজার।

০৮।    উপজেলা  নিবার্হী অফিসার, .................................. (সকল), কক্‌সবাজার।

০৯।    গোপনীয় সহকারী-প্রশাসক, জেলা পরিষদ, কক্‌সবাজার মহোদয়কে অবহিতকরণের নিমিত্তে।

১০।    গোপনীয় সহকারী-প্রধান নিবার্হী কমর্কর্তা, জেলা পরিষদ, কক্‌সবাজার মহোদয়কে অবহিতকরণের নিমিত্তে।

১১।    বিজ্ঞাপন ব্যবস্থাপক, দৈনিক হিমছড়ি, কক্‌সবাজার/দৈনিক মানব কন্ঠ, ঢাকা/ The News Nation,Dhaka- উপরোক্ত বিজ্ঞাপনটি তাঁর বহুল প্রচারিত পত্রিকায় তারিখে ভিতরের পাতায় আগামী ২০-০৭-২০১৩ খ্রিঃ তারিখের মধ্যে একদিনের জন্য সংক্ষিপ্ত পরিসরে প্রকাশের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হলো।

১২।নোটিশ বোর্ড, জেলা পরিষদ, কক্‌সবাজার।      

১৩।সংরক্ষিত নথি।

 

 

                                                                                                                                                     সহকারী প্রকৌশলী

                                                                                                                                                জেলা পরিষদ, কক্‌সবাজার।
                                                                                     জেলা পরিষদ কার্যালয়

কক্‌সবাজার

 

স্মারক নং : জেপকা/কক্স/তিন-১১৪০/২০১১/                                                                                                          তারিখ : ২০-০৬-২০১৩ খ্রিঃ।

 

বিষয় : দরপত্র বিজ্ঞপ্তি নং-১০/২০১২-১৩ এর সংশোধনী বিজ্ঞপ্তি

 

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১২-১৩ অর্থ বছরে এডিপি তহবিলের আওতায় ১১টি গ্রুপের কাজ বাস্তবায়নের জন্য অত্র কাযার্লয় স্মারক নং-৪৪৯, তারিখঃ ২৯-০৫-২০১৩খ্রিঃ মূলে দরপত্র বিজ্ঞপ্তি নং-১০/২০১২-১৩ আহবান করা হয়।অনির্বায্য কারণ বশতঃ উক্ত দরপত্র বিজ্ঞপ্তির ১১নং গ্রুপের (খ) সিকদার পাড়া সেচ প্রকল্পের জন্য টিউবওয়েল স্থাপন,চৌফলদন্ডী - ১.৫০ লক্ষ টাকা কাজ আপাতত স্থগিত করা হলো।

 

 

২। উক্ত দরপত্রের অন্যান্য শতাবর্লী অপরিবর্তিত থাকবে। 

 

 

                                                                                                           ( আববাস উদ্দিন আহমদ)

                                                                                                               সহকারী প্রকৌশলী

                                                                                                       জেলা পরিষদ,কক্‌সবাজার।

 

স্মারক নং : জেপকা/কক্স/তিন-১১৪০/২০১১/                                                                                                           তারিখ : ২০-০৬-২০১৩ খ্রিঃ।

 

অনুলিপি: সদয় অবগতি ও বহুল প্রচারের জন্য প্রেরণ করা হলো :

 

০১।   বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।

০২।    জেলা প্রশাসক, কক্‌সবাজার।

০৩।    উপ-পরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কাযার্লয়, কক্‌সবাজার।

০৪।    মেয়র, ..........