কক্সবাজার জেলায় স্থাপন করা হয়েছে ৩০টি ডিজিটাল ল্যাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নামকরণ করা এসব কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবে প্রযুক্তির হালনাগাদ সব সুযোগ সুবিধা রাখা হয়েছে ।গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ল্যাবগুলোতে পর্যাপ্ত ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট মডেম, প্রজেক্টর, উচ্চগতির ইন্টারনেটসহ বিভিন্ন প্রযুক্তি ডিভাইস দেয়া হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস