Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বর্তমান সরকারের দিন বদলের সনদ রূপকল্প-২০২১" এর মূলমন্ত্র ডিজিটাল বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশগড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।


বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মানই ডিজিটাল বাংলাদেশ এর প্রধান বিষয়। ডিজিটাল বাংলাদেশ হবে সেই সুখী, সমৃদ্ধ, শিক্ষিত, বৈষম্য, দুর্নীতি, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ যার মুখ্য চালিকা শক্তি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নের ঊদ্দেশ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রোগ্রাম জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে নানামুখী ঊদ্যোগ গ্রহন করেছে এবং বিভিন্ন ডিজিটাল ঊদ্যোগ সমন্বয় করছে। এরই ধারাবাহিকতায় এটুআই প্রোগ্রাম National Portal Framework(NPF) তৈরি ও বাস্তবায়ন কার্যক্রম হাতে নিয়েছে। NPF এর আওতায় বান্দরবান পার্বত্য জেলা, ঊপজেলাসমূহ এবং ইঊনিয়নসমূহ পোর্টালের কাঠামো তৈরি করে কক্সবাজার জেলা, ঊপজেলাসমূহ ও ইঊনিয়নসমূহের প্রয়োজনীয় তথ্যাদি সন্নিবেশ করা হয়েছে।


বাংলাদেশের মাঠ প্রশাসনের অতীব গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট হল জেলা প্রশাসন। জেলা পর্যায়ে সরকারের সকল নির্বাহী কাজ সম্পাদন ও সমন্বয় সাধনের পাশাপাশি দেশের সকল জনসাধারনের আকাঙ্খাকে ধারণ ও পূরণে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সত্যকে সামনে রেখে জেলার সকল কার্যক্রম সমন্বয় সাধনের সুবিধার্থে একটি সমৃদ্ধশালী তথ্য ভান্ডার এবং যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম হিসেবে গড়ে তোলা হয়েছে কক্সবাজার জেলা ওয়েব পোর্টাল।


কক্সবাজার জেলা প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় নদী সমুদ্র বেষ্টিত বৈচিত্রময় বিশেষ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মন্ডিত। এটি এমন একটি জেলা যেখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নির্মিত মোটেল উপল, প্রবাল এবং লাবণী ছাড়াও আত্যাধুনিক সুযোগ সুবিধা সমন্বিত আবাসিক হোটেল রয়েছে । এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্তপথে মিয়ানমার (পূর্ব নাম - বার্মা), থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট।


কক্সবাজারে বিভিন্ন উপজাতি বা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী বাস করে যা শহরটিকে করেছে আরো বৈচিত্র্যময়। এইসব উপজাতিদের মধ্যে চাকমা সম্প্রদায় প্রধান। কক্সবাজার শহর ও এর অদূরে অবস্থিত রামুতে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে বৌদ্ধ মন্দির। কক্সবাজার শহরে যে মন্দিরটি রয়েছে তাতে বেশ কিছু দুর্লভ বৌদ্ধ মূর্তি আছে। এই মন্দির ও মূর্তিগুলো পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ ও কেন্দ্রবিন্দু। কক্সবাজারে শুধু সমুদ্র নয়, আছে বাঁকখালী, নাফ মাতামুহুরি, রেজু খাল নামে একটি নদীও। এই নদীটি শহরের মৎস্য শিল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যকর স্থান হিসেবে বিখ্যাত যা দেশ বিদেশের ভ্রমণ পিয়াসু মানুষকে আকৃষ্ট করছে। প্রকৃতির অপরুপ সৌন্দর্যের আধাঁর এ জেলাকে সমগ্র বিশ্বের কাছে পরিচিত করে তোলার ক্ষেত্রে এই ওয়েব পোর্টাল মাইল ফলক হিসেবে কাজ করবে। সর্বোপরি ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে, দেশের উন্নয়নে এবং জনসেবায় যদি এ ওয়েব পোর্টাল যথাযথ ভূমিকা রাখে তাহলে আমাদের এ প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি।


এ পোর্টাল নির্মাণ করতে শ্রম দিয়ে এবং সমৃদ্ধ করতে তথ্য দিয়ে যারা সহায়তা করেছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সে সাথে এ পোর্টালকে আরও বর্ণাঢ্য, সমৃদ্ধ এবং তথ্যবহুল করার জন্য আপনাদের মতামত ও পরামর্শ কামনা করছি।

মোঃ মামুনুর রশীদ
জেলা প্রশাসক
কক্সবাজার জেলা।