মঙ্গলবার কক্সবাজার জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। এ সময় তিনি বলেন, শহরে একটি বাস টার্মিনাল রয়েছে। প্রয়োজনের কারণে আরও একটি বাস টার্মিণাল নির্মানের লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। এ ছাড়া অবৈধ টিকেট কাউন্টার, টোল আদায় স্থান, যত্রতত্র বাস ষ্টপেজ, অবৈধ যানবাহন ইত্যাদি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তদারকি করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ মাহিদুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, সহকারি সিভিল সার্জন ডা: মহিউদ্দীন মো: আলমগীর,সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুল কায়েস,একেএম লুৎফর রহমান, মো: সাইফুল ইসলাম ও মো: সেলিম শেখ, সহকারি পুলিশ সুপার ( ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক,বাস মালিক ও যানবাহন সমিতির নেতৃবৃন্দ,বিআরটিএ-র কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস