কক্সবাজারে আজ শেষ হয়েছে রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা। স্থানীয় একটি হোটেলে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। এ সময় তিনি বলেন, কক্সবাজারের সাংবাদিকেরা তাদের পেশাগত দায়িত্ব পালনে খুবই দায়িত্বশীল। যে কোন প্রশিক্ষন ভবিষ্যৎ কর্মজীবনে আবদান রাখে। এ ছাড়া এই প্রশিক্ষনের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকেরা এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক মহোদয়। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিডিআরসিএস এর পরিচালক প্রশিক্ষণ ইকরাম ইলাহী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও প্রাথমিক চিকৎসা উপকরণ বিতরণ করা হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেডক্রস কমিটির যৌথ আয়োজনে তিনদিনের প্রশিক্ষনে ২৫জন সাংবাদিক অংশ নেয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস