জাতীয় প্রকাশনা সংস্থা প্রথমা ও বেঙ্গল পাবলিকেশন্সের উদ্যোগে কক্সবাজারে আজ থেকে শুরু হয়েছে ছয়দিনব্যাপী বই মেলা। পাবলিক লাইব্রেরী অফিস ভবন-এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, বিশ্ব এখন হাতের মুঠোয়। আর এই বিশ্বকে জানতে হলে বেশী করে ভাল মানের বই পড়তে হবে। উন্নত জাতিতে পরিণত হতে শিক্ষার্থীদের অবশ্যই ভাল বই পাঠ করতে হবে। বইপড় এ উক্তিকে ধারণ করে বই পড়ার অভ্যাস গড়তে হবে। জ্ঞানবান হওয়ার জন্যে শুধু নয় মানুষের মত মানুষ হতে বই পড়া প্রয়োজন। আর তাই সাহিত্য চর্”চার মাধ্যমে নাশকতার পথ ও কোন অপরাধমূলক কাজ থেকে দূরে থাকা যায়। এ ছাড়া বইকে তিনি চিরসঙ্গী হিসেবেও অভিহিত করেন।
এ সময় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, জৈষ্ঠ্য সাংবাদিক এ্যাডভোকেট আয়াছুর রহমান, পৌর মেয়র মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মেলায় প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশন্সের বই এবং দেশি-বিদেশি বইয়ের বিশাল সমারোহ রয়েছে। বইমেলা সবার জন্য উন্মুক্ত রয়েছে। মেলা ১৩ আগষ্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বইমেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ, ভ্রমণ, শিশু-কিশোর উপন্যাস, বাংলা সাহিত্য, বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি, বিজ্ঞান, গণিতসহ নানা বিষয়ের বই রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস