কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্কাউট কক্সবাজার জেলা কাউন্সিলের ত্রৈবার্ষিক সাধারণ সভা। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই ত্রৈবার্ষিক সভার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউট সভাপতি মো: আলী হোসেন মহোদয়। পরে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, প্রত্যন্ত অঞ্চলে যে কোন প্রাকৃতিক দুর্যোগ,সামাজিক কর্মকান্ডসহ অসুস্থদের সেবা-সহযোগীতায় স্কাউটেরাই এগিয়ে আসে। সকল উপজেলায় স্কাউট আন্দোলনের মূল্যবান পরামর্শ ও নৈতিক শিক্...ষা সব জায়গায় ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের কাজ করে যেতে হবে। নেতৃবৃন্দসহ স্কাউটদের সকল কাজে আন্তরিক ও নিবেদিত থাকতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ও জেলা স্কাউট সহ-সভাপতি মোহাম্মদ মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মুহম্মদ আশরাফ হোসেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাজাহান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন,জেলা স্কাউট কমিশনার এ্যাডভোকেট ফরিদুল আলম, জেলা স্কাউট সম্পাদক তপন কুমার শর্মা। এ ছাড়া অন্যান্যের মধ্যে জেলা সহকারী কমিশনার বিপ্লব কান্তি দে, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন,উপজেলা স্কাউট কমিশনার মুজিবুল হক ও মো: লিয়াকত আলী, উপজেলা সম্পাদক মো: ইব্রাহীম খলীল, সুকুমার বড়–য়া, আব্দুল মজিদ ও আ ন ম আজগর হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন জেলা স্কাউটের সহ-সভাপতি মো: তৈয়ব। সভায় গত তিনবছরের বার্ষিক প্রতিবেদন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশেনের মাধ্যমে উপস্থাপনসহ, বাজেট ও অডিট প্রতিবেদন,বার্ষিক ক্যালেন্ডার অনুমোদন করা হয়। এরপর আগামী তিন বছরের জন্য অডিট কমিটি ও নির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটিতে যাঁরা আছেন --- সভাপতি (পদাধিকার বলে ) জেলা প্রশাসক মো: আলী হোসেন মহোদয়। সহ-সভাপতি-- অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মুহম্মদ আশরাফ হোসেন, এ্যাডভোকেট ফরিদুল আলম, মো: লিয়াকত আলী ও এ এস এম আজগর হোসেন, জেলা কমিশনার - আ ন ম আজগর হোসেন, জেলা সম্পাদক - তপন কুমার শর্মা,যুগ্ম সম্পাদক - এহসানুল ইসলাম ও কোষাধ্যক্ষ - ফরিদুল আলম। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিেেষ্ট্রট, জেলা স্কাউটের ৫৭ জন কাউন্সিলরহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চলিক যুগ্ম সম্পাদক মো: বেলাল হোসেন, আঞ্চলিক উপ কমিশনার সংগঠন মুজিবুর রহমান ফারুকী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস