শিরোনাম
মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং নবনির্মিত রেকর্ডরুম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন মহোদয়।
বিস্তারিত
মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং নবনির্মিত রেকর্ডরুম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন মহোদয়। এ সময় তিনি, জমির খতিয়ান,নামজারী,ডিসিআর,পর্চাসহ এতদসংক্রান্ত বিষয়ে দ্রুততার সাথে সেবাপ্রদান করার নির্দেশনা প্রদান করেন। ভূমি অফিসে সেবাপ্রাপ্তির লক্ষ্যে আগত ব্যাক্তিদের সেবপ্রদানে কোন প্রকার অনিয়ম না হয় এবং ঝামেলায় যাতে জড়িয়ে না পড়ে সেদিকে অফিস সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে নজরদারী রাখার নির্দেশনা প্রদান করেন। কোন সেবাপ্রাপ্তকারী তৃতীয় কোন মাধ্যমের কারণেও যাতে হয়রানির শিকার না হয় সেজন্যে তাদেরকে সচেতন করার পরামর্শ প্রদান করেন। সেবাপ্রদানে অফিস সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ পেলে কোনমতেই ছাড় দয়া হবে না বলে জানান তিনি। এ ছাড়া ভূমিকর প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশী করে কাজ করার পরামর্শ প্রদান করেন। এতদসংক্রান্ত বিষয়ে দায়েরকৃত মামলার নিষ্পত্তি ও অগ্রগতি বিষয়েও খোঁজ-খবর নেন জেলা প্রশাসক মহাদয়। পরে দৃশ্যমান স্থানে সিটিজেন চার্টার স্থাপনে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম, সহকারি কমিশনার ( ভূমি/চকরিয়া ) মো: দিদারুল আলম চৌধুরী, কানুনগোসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।