পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার আমাদের অহংকার। এখানে পৃথিবীর নানা দেশ থেকে অসংখ্য পর্যটক আসছেন প্রতিনিয়তই। এই সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে জেলা প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি সংগঠনের উদ্যোগে বছরের বিভিন্ন সময়ে পরিচালিত করা হয় সৈকত পরিচ্ছন্নতা অভিযান।
“আমাদের সমুদ্র রাখিব বিশুদ্ধ’ এ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচী। আজ সকালে লাবনী বীচ পয়েন্টে অনুষ্ঠিত এই পরিচ্ছন্ন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। স্থানীয়সহ পর্যটকদের সৈকতে ভ্রমণ হোক আরো আনন্দের এটাই আমাদের কামনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস