“পরিবার পরিকল্পনা:জনগণের ক্ষমতায়ন:জাতির উন্নয়ন” এ প্রতিপাদ্যে কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। মঙ্গলবার এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে অনু্িষ্ঠত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা: আবদুস সালাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরর উপ-পরিচালক ডা: পিন্টু কান্তি ভট্টাচার্য্যসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ কিশোরী। আজকের কিশোরী আগামী দিনের জননী। তাই এদের সুস্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতার ওপর দেশের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অনেকখানি নির্ভর করে। পাশাপাশি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারলেই দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। জেলা প্রশাসক মহোদয় আরও বলেন, আগামী প্রজন্মকে সুস্থ ও সুরক্ষিত করতে হলে কিশোর- কিশোরীদের বেড়ে ওঠাকে সুস্থ ও নিরাপদ করতে হবে। পরিবার পরিকল্পনা বাস্তবায়নে ও জনসংখ্যা বিষয়ে সচেতনতা বাড়াতে তরুণদের কাজে লাগাতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়তে তোলার আহবান জানান জেলা প্রশাসক মহোদয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ মাহিদুর রহমান,সহকারি সিভিল সার্জন ডা: মহিউদ্দীন মো: আলমগীর,সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুলকায়েস,এনজিও প্রতিনিধি,জনপ্রতিনিধি,জেলা-উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ও মাঠকর্মীবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে পরিবার পরিকল্পনা সেবা ক্ষেত্রে অবদান রাখায় শ্রেষ্ঠ জেলা-উপজেলা, ইউনিয়ন পরিষদ এবং এনজিওসহ সর্বমোট আটটি পর্যায়ে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস