ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন শিল্পকে বিশ্বের কাছে তুলে ধরতে কক্সবাজার জেলা ব্র্যান্ডিং এর এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) কাজি মো: আবদুর রহমানের সঞ্চালনায় অনু্ষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাহিদুর রহমান,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ,ফারজানা প্রিয়াংকা, সাইয়েমা হাসান, এহসান মুরাদ, ফারজানা রহমান ও মো: সাইফুল ইসলাম,সাংবাদিক,মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা ব্রান্ডিং উদ্বোধনের লক্ষ্যে বীচ-কার্ণিভাল উদযাপন,দেশের বিভিন্ন শহরে এতদ্সংক্রান্ত বিষয়ে প্রচার-প্রচারণা কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস