আজ ৩ জুলাই, ২০১৭ কক্সবাজার জেলায় পাহাড় ধ্বস প্রতিরোধ এবং পাহাড়ে অবৈধ দখলকারী অপসারণের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, ইতোমধ্যে পাহাড়ে অবৈধ দখলকারীদের অপসারণের জন্য তালিকা করা তৈরি করা হয়েছে এবং তালিকা অনুযায়ী দ্রুত অপসারণ করা হবে। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সহকারি কমিশনার (ভূমি), সদর, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব তাহমিলুর রহমান, পি এম ইমরুল কায়েস, জুয়েল আহমেদ, মোঃ সাইফুল ইসলাম এবং একেএম লুৎফর রহমান, সিনিয়র এএসপি জনাব হূমায়ুন রশিদ, পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস