বুধবার রাতে(০৪.১০.১৭ খ্রিঃ) কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রোহিঙ্গা শরনার্থীদের পূনর্বাসন বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় কক্সবাজারের উখিয়া, টেকনাফ সহ শরনার্থী ক্যাম্প এলাকার শান্তিশৃংখলা রক্ষায় সন্ধ্যা ৬ টার পর থেকে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে সভাপতির বক্তব্যে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন মহোদয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত সমন্বয় সভায় মাননীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার... কমল,আশেক উল্লাহ রফিক এবং খোরশেদ আরা হক, আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তা পেপি সিদ্দিক, এনজিও ব্যুরোর মহাপরিচালক খন্দকার রকিবুর রহমান, জেলা প্রশাসনের পদস্থ সরকারি কর্মকর্তা,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দি,জেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল মোস্তফা,সাধারন সম্পাদক মুজিবুর রহমানসহ সেনাবাহিনী, বিজিবি, দেশি বিদেশীএনজিও প্রতিনিধসহ রোহিঙ্গা পূনর্বাসন কাজে জড়িত প্রতিষ্ঠান গুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস