কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিদিন সাধারণ জনগণ সেবা প্রাপ্তির লক্ষ্যে আসে এবং সম্মেলন কক্ষে বিভিন্ন সভা-সেমিনার অনুষ্ঠিত হয়ে থাকে। এ লক্ষ্যে আজ ( রবিবার ) জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলায় অপেক্ষমানদের বিশ্রামের লক্ষ্যে অভ্যর্থনা কক্ষের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। এ সময় তিনি বলেন, এই কার্যালয়ের বিভিন্ন শাখায় সেবাপ্রাপ্তির লক্ষ্যে এবং সম্মেলন কক্ষে আয়োজিত সভা -সেমিনারে অনেকের এসে অপেক্ষা করে থাকতে হয়। তখন তারা বিচ্ছিন্নভাবে এদিক-ওদিক ঘোরাঘুরি করেন এবং বিশ্রাম নেয়ার কোন সুযোগ থাকে না। তাই অপেক্ষমান সম্মানিত জনেরা এই অভ্যর্থনা কক্ষটিতে কিছুক্ষনের জন্যে হলেও বিশ্রাম নিতে পারবেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো: আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ মাহিদুর রহমান, সহকারি সিভিল সার্জন ডা: মহিউদ্দীন মো: আলমগীর, মুক্তিযোদ্ধা কমান্ডার মো: শাহজাহান,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাহমিলুর রহমান, ফারজানা প্রিয়াংকা, মো: একে এম লুৎফর রহমান, মোহাম্মদ সেলিম শেখ,এহসান মুরাদ ও মোহাম্মদ সাইফুল ইসলাম,জেলা তথ্য অফিসার মো: নাসিরউদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস