Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রধামন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলার ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প, পর্যটনসহ নানান ধরনের পরিচিতি বিশ্বের কাছে তুলে ধরতে নিয়েছে জেলা ব্র্যান্ডিং কর্মসূচী।
বিস্তারিত
প্রধামন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলার ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প, পর্যটনসহ নানান ধরনের পরিচিতি বিশ্বের কাছে তুলে ধরতে নিয়েছে জেলা ব্র্যান্ডিং কর্মসূচী। 

 এ লক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলা ব্র্যান্ডিং এর চূড়ান্ত শ্লোগান,লোগো নির্ধারন সংক্রান্ত আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলন। অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পর্যটন শিল্প বিকাশে অপার সম্ভাবনা রয়েছে আমাদের কক্সবাজারে,তাই বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতকে বিশ্বের কাছে তুলে ধরতে নেয়া হয়েছে এ্যাপ্স তৈরী, জেলা ব্র্যান্ডিং শ্লোগান ও লোগো নির্ধরাণসহ নানা ধরনের উদ্যোগ। এ কাজগুলো সকলের সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলে সহযোগীতা করায় ধন্যবাদ জানান তিনি। এছাড়া তিনি আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সময়-সুযোগ বা সদয় অনুমতি পাওয়ার প্রেক্ষিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্র্যান্ডিং লোগো উন্মোচন করা সিদ্ধান্ত নেয়া হয়েছে। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ৭ ও ৮ সেপ্টেম্বর ২০১৭ ব্রান্ডিং উৎসব করা হবে। এ লক্ষ্যে মেরিন ড্রাইভ রোড শো, বর্ণাঢ্য ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্থানীয় ও দেশের নামকরা শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে বিশ্ববাসীকে ব্রান্ডিং সম্পর্কে অবহিত করা হবে। 
 অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) কাজি মো: আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাহিদুর রহমান,সহকারি কমিশনার (ভূমি,সদর) পঙ্কজ বড়ুয়া,সিনিয়র সহকারি পুলিশ সুপার ( ডিএসবি) কাজী হুমায়ূন রশীদ, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান,সাইয়েমা হাসান, এহসান মুরাদ, একেএম লুৎফর রহমান, ফারজানা প্রিয়াংকা,জুয়েল আহমেদ ও মো: সাইফুল ইসলাম, পৌর মেয়র মাহবুবুর রহমান,কউক প্রতিনিধি,ইভেন্ট ম্যানেজম্যান্ট কর্তৃপক্ষ গোল্ডেন গেট ও ইউনিট্রেড এর প্রতিনিধি,সাংবাদিক,মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। 
সভায় জেলা ব্রান্ডিং-এর শ্লোগান Longest Sandy Beach উদ্বোধনের লক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন, বীচ-কার্ণিভাল উদযাপন, ঐতিহ্যবাহী র‌্যালী,দেশের বিভিন্ন শহরে এতদ্সংক্রান্ত বিষয়ে প্রচার-প্রচারণা কার্যক্রমসহ বিভিন কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
Image may contain: 10 people, people sitting
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/08/2017
আর্কাইভ তারিখ
21/08/2017