Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
“মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারেও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭।
বিস্তারিত

“মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারেও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭। বুধবার এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও র‌্যালী। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। 
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং প্রযুক্তি ভিত্তিক মৎস্যচাষ ও ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার সহ জাতীয় অর্থনৈতিক উন্নয়ন, জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক কর্মসংস্থান তৈরিতে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। তিনি আরও বলেন. এসব কর্মসূচী স্থানীয় মৎস্য চাষীদের বিপুল জনগোষ্ঠীকে মৎস্যসম্পদের সুষ্ঠ ব্যবস্থাপনায় অনুপ্রাণিত করবে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে করনীয় বিষয়ে পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তথ্য পাওয়ার সাথে সাথে তীরে ফিরে আসতে হবে। মালিকদের মাধ্যমে ট্রলারে আবহাওয়া তথ্য জানতে উন্নত মানের ডিভাইস (রেডিও) ক্রয় এবং লাইফ জ্যাকেট সাথে রাখার পরামর্শ প্রদান করেন। বিপদ সংকেতগুলো সম্পর্কে সঠিকভাবে জানতে হবে। ইতিমধ্যে জলদস্যুতা প্রতিরোধে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে এবং তা অব্যাহত আছে। এ ছাড়া তিনি জাটকা নিধন বন্ধে সংশ্লিষ্ট সকলের সহযোগীতার আহবান জানান। সরকার হ্যাচারী শিল্প উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেয়ার পাশাপাশি মৎস্যজীবী ও চাষীদের মঙ্গলের জন্য বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে বলে জানান জেলা প্রশাসক মহোদয়।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার বলেন, এই সময়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোষ্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন স্থােেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে এবং মৎস্য সেক্টরের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার আহবান জানান। 
জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার আঞ্চলিক মৎস্য কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( ডিএসবি ) কাজি হুমায়ুন রশীদ,জেলা প্রশাসনের সকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটবৃন্দ,পুলিশ প্রশাসন, কোষ্ট গার্ড কর্মকর্তা,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: রহিমউদ্দিন, জেলার মৎস্য-চিংড়ি চাষী, ঘের মালিক, ফিশিং বোট মালিক-শ্রমিক, বরফ কল মালিক, হ্যাচারী মালিক ও জেলে মৎস্যজীবিসহ এ সেক্টরে জড়িত বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক র‌্যালী বের করা হয় এবং শৈবাল পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এর আগে নিহত চারজন মৎস্যজীবী-র স্বজনদের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ২লক্ষ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন মহোদয়। 
১৮ জুলাই থেকে ২৪ জুলাই সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদয়াপন উপলক্ষ্যে বিভিন্ন জনাকীর্ণ স্থানে মাইকিং ও ব্যাপক প্রচারণা, মৎস্যচাষ ও মৎস্য উন্নয়ন বিষয়ক উদ্ধুদ্ধকরন সভা, মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ক সভা/ প্রমান্য চিত্র প্রদর্শন, পোনা মাছ অবমুক্তকরনসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হবে। এ ছাড়া সফল মৎস্য কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/07/2017
আর্কাইভ তারিখ
22/07/2017