ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন শিল্পকে বিশ্বের কাছে তুলে ধরতে কক্সবাজার জেলা ব্র্যান্ডিং এর শ্লোগান ও লোগো নির্ধারন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পর্যটন শিল্প বিকাশে অপার সম্ভাবনা রয়েছে আমাদের কক্সবাজারে,তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতকে বিশ্বের কাছে তুলে ধরতে নেয়া হয়েছে এ্যাপ্স তৈরী, জেলা ব্র্যান্ডিং শ্লোগান ও লোগো নির্ধরাণসহ নানা ধরনের উদ্যোগ। এ কাজগুলো সকলের সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং এ লক্ষ্যে সকলকে সহযোগীতার আহবান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাহিদুর রহমান,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা রহমান,সাইয়েমা হাসান, এহসান মুরাদ ও মো: সাইফুল ইসলাম,সাংবাদিক,মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা ব্রান্ডিং উদ্বোধনের লক্ষ্যে বীচ-কার্ণিভাল উদযাপন,দেশের বিভিন্ন শহরে এতদ্সংক্রান্ত বিষয়ে প্রচার-প্রচারণা কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিষয়ে সম্মানিত উপদেষ্টা পরিষদসহ উদযাপন কমিটি ও বিভিন্ন ইভেন্টে বাস্তবায়নের লক্ষ্যে সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস