ভারী বর্ষনের কারনে কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঈদগাঁহ -পোকখালী সড়কের ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। বুধবার সকালে পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয়, দ্রুততম সময়ের মধ্যে ঈদগাঁহ -পোকখালী সড়কের লরাবাক গ্রামে রাস্তার ভাঙ্গনসহ অন্যান্য এলাকার এ ধরনের ভাঙ্গন কবলিত স্থানগুলো পুন: মেরামতের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও স্থানীয় জনগণ ও যানবাহন চলাচলে যাতে কোন প্রকার বিঘ্ন না ঘটে সেদিকে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে নজরদারি রাখার পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক মহোদয়। সেই সাথে তিনি পাহাড় ধ্বসের কারণে যাতে জানমালের কোনপ্রকার ক্ষতি না হয় সেদিকে কঠোরভাবে নজরদারী রাখার নির্দেশ দেন সংশ্লিষ্ট সকলকে।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সেলিম শেখ, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস