ক্রমিক | কার্যাবলী |
০১। | পুলিশ ম্যাজিস্ট্রেসি, নারী ও শিশু নির্যাতন দমন, চোরাচালান, আইন-শৃঙ্খলা, মাদকদ্রব্য, এসিড, চাঞ্চল্যকর লোমহর্ষক মামলা ইত্যাদি সংক্রান্ত সভার আয়োজন, কার্যবিবরণী তৈরী ও মুল্যায়ন। |
০২। | জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত, ১৪৪ ধারা জারী সংক্রান্ত। |
০৩। | বিভিন্ন পাবলিক পরীক্ষা, নির্বাচন, উচ্ছেদ কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষাকল্পে ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত কাজ। |
০৪। | জেলখানা সংক্রান্ত (বন্দিমুক্তি, জুভেনাইল, জেলগেটে দলিল সম্পাদন, মাসিক রিপোর্ট রির্টান, উর্দ্ধতন কর্মকর্তা কর্তৃক জেলখানা পরিদর্শন প্রভৃতি)। |
০৫। | মহামান্য হাইকোর্টের বিভিন্ন আদেশ, নোটিশ, রুলিংয়ের জবাব ইত্যাদি। |
০৬। | অত্র জেলা/অন্য জেলার বিজ্ঞ আদালত হতে আসা সাক্ষীর প্রতি সমন/ওয়ারেন্ট ও বিভিন্ন আদেশ প্রতিপালন। |
০৭। | বিজ্ঞ আদালতে আদেশ মোতাবেক কবর হইতে লাশ উত্তোলন/নিলাম সংক্রান্ত কাজে ম্যাজিস্ট্রেট নিয়োগ। |
০৮। | রাজনৈতিক কারনে দায়েরকৃত মামলা সংক্রান্ত কাজ। |
০৯। | বিভিন্ন সভার অনুমতিসহ ওরসের অনুমতি, নিষিদ্ধ দিবসে গরু-ছাগল জবাইয়ের অনুমতি, অতিথি আপ্যায়নের অনুমতি সংক্রান্ত। |
১০। | বন্দুক, পিস্তল, রিভলবার ইত্যাদি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান সংক্রান্ত, এসিড লাইসেন্স প্রদান সংক্রান্ত, জ্বালানী তেল ও বিস্ফোরক দ্রব্যাদি বিক্রয়ের অনাপত্তি সনদ প্রদান সংক্রান্ত কাজ। |
১১। | প্রিন্টিং, প্রেস এন্ড পাবলিকেসন্স এবং পত্রিকা ডিক্লারেশন সংক্রান্ত কাজ। |
১২। | ভ্রাম্যমান আদালত পরিচালনা সংক্রান্ত কাজ। |
১৩। | পিপি/এপিপি নিয়োগ ও বিল প্রদান সংক্রান্ত কাজ। |
১৪। | ক্যাবল নেটওয়ার্ক সম্পর্কিত কাজ। |
১৫। | বিভিন্ন অভিযোগ সংক্রান্ত বিবিধ আবেদন। |
১৬। | বিআরটিএ সংক্রান্ত কাজ। |
ক্রমিক | শাখার কাজের প্রকৃতি |
1 | জেলার সার্বিক আইন-শৃংখলা রক্ষার কার্যক্রম সংক্রান্ত। |
2 | বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠানসহ আইন-শৃংখলা রাক্ষার কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত। |
3 | আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান/বাতিল/প্রত্যাহার এবং নবায়ন সংক্রান্ত কার্যক্রম । |
4 | বিভিন্ন আইনে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত কার্যক্রম। |
5 | বিজ্ঞ সরকারী আইন কর্মকর্তা (বিজ্ঞ জিপি/পিপি) নিয়োগ/প্রত্যাহার এবং বিল প্রদান সংক্রান্ত কার্যক্রম। |
6 | ইটভাটার লাইসেন্স প্রদান/প্রত্যাহার/ স্থগিত এবং লাইসেন্স নবায়ন সংক্রান্ত কার্যক্রম। |
7 | এসিড লাইসেন্স প্রদান এবং নবায়ন সংক্রান্ত কার্যক্রম। |
8 | পয়জন লাইসেন্স প্রদান এবং নবায়ন সংক্রান্ত কার্যক্রম। |
9 | যাত্রা/সার্কাস লাইসেন্স প্রদান এবং নবায়ন সংক্রান্ত কার্যক্রম। |
10 | পাক্ষিক/সাপ্তাহিক প্রতিবেদন। |
11 | মুক্তিযোদ্ধার তালিকা প্রনয়ন, যাচাই-বাছাই, নির্বাচনসহ সকল কার্যক্রম। |
12 | জেলা কারাগারে কয়েদী/হাজতীর সাথে সাক্ষাৎ অনুমতি, জমি বিক্রয়, পরীক্ষায় অংশ গ্রহণ ও অন্যান্য সকল কাজ। |
13 | বিভিন্ন অনুষ্ঠানের অনুমতি সংক্রান্ত সকল কাজ। |
14 | পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রম। |
15 | বিভিন্ন মাসিক সভার কার্যক্রম (আইন-শৃংখলা সভা, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর সভা, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা মনিটরিং সভা, এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের সভা, চোরাচালান নিরোধ কমিটির সভা, চোরাচালান অনিষ্পন্ন মামলা মনিটরিং সভা, জেলা কারাগারের বিভিন্ন সভাসহ বিভিন্ন পরিস্থিতিতে সভা) |
16 | মাসিক প্রতিবেদন সংক্রান্ত কার্যক্রম (মোবাইল কোর্ট, কমিউনিটি পুলিশিং, কারাগারে আটক শিশু/কিশোরধের তথ্যাদি)। |
17 | মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত পাক্ষিক প্রতিবেদন সংক্রান্ত কার্যক্রম। |
18 | আইন-শৃংখলা পরিস্থিতির উপর সাপ্তাহিক প্রতিবেদন সংক্রান্ত কার্যক্রম। |
19 | উচ্চ আদালত/নিম্ন আদালতের বিভিন্ন মামলা সংক্রান্ত কার্যক্রম। |
20 | বৈবাহিত অবস্থা সম্পর্কিত সনদ পত্র প্রদান সংক্রান্ত কার্যক্রম। |
21 | নোটারী পাবলিক নিয়োগ বিষয়ে প্রতিবেদন সংক্রান্ত কার্যক্রম। |
22 | চোরাচালান নিরোধ/টাস্কফোর্স অভিযান সংক্রান্ত কার্যক্রম। |
23 | বিবিধ |
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস