১। পেনশন কেইস
২। কর্মচারী কল্যাণ সংক্রান্ত কার্যক্রম
৩। তৃতীয় শ্রেণী কর্মচারীদের বদলী
৪। তৃতীয় শ্রেণী কর্মচারীদের নিয়োগ
৫। কর্মকর্তা/কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণ
৬। কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতাদি
৭। কর্মচারীদের চাকুরীর তথ্যাদি সংরক্ষণ।
সংস্থাপন শাখা
ক্রমিক নম্বর |
সেবার নাম |
প্রয়োজনীয় সর্বোচ্চ সময় (ঘন্টা/দিন/মাস) |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজ প্রাপ্তি স্হান |
ফি/চাজ (টাকা জমাদানের কোড/খাত ও কখন প্রদান করতে হবে তা উল্লেখ করতে হবে) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড, জেলা/উপজেলা কোড সহ টেলিফোন নম্বর, ই-মেইল) |
উর্ধ্বতন কর্মকর্তা (যার কাছে অভিযোগ জানানো / আপীল করা যাবে তাঁর পদবী, পোষ্ট কোড, টেলিফোন নম্বর, ই-মেইল ঠিকানা) |
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
০১ |
পেনশন (চাকুরের নিজের অবসর গ্রহণের (ক্ষেত্রে) |
১০ (দশ) কার্য দিবস |
১. নন-গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে সার্ভিস বুক ২. পিআরএল-এ গমনের মঞ্জুরিপত্র ৩. প্রত্যাশিত শেষ বেতন পত্র ৪. পেনশন আবেদন ফরম ২.১ (০২ কপি) ৫. ০১ (এক) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের ও স্ট্যাম্প সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি ৬. প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকার ঘোষণা পত্র ৭. নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ ৮. . পেনশন মঞ্জুরি আদেশ |
১. জেলা ওয়েব পোর্টাল www.coxsbazar.gov.bd অথবা www.forms.gov.bd ২. সংশ্লিষ্ট অফিস ৩. ইউপি চেয়ারম্যান/মেয়র কর্তৃক প্রদত্ত সনদ ।
|
ফি/ চার্জ মুক্ত |
সহকারী কমিশনার সংস্থাপন শাখা ফোনঃ (+৮৮)-০৩৪১-৬৩২০৬ ই-মেইল-ac.establishmentcox@gmail.com
|
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কক্সবাজার । ফোনঃ (+৮৮)-০৩৪১-৬৩২৯৫ ই-মেইল-adcgcoxbazar@mopa.gov.bd
|
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস