Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সংস্থাপন শাখা
নাগরিক সেবা

১। পেনশন কেইস

২। কর্মচারী কল্যাণ সংক্রান্ত কার্যক্রম

৩। তৃতীয় শ্রেণী কর্মচারীদের বদলী

৪। তৃতীয় শ্রেণী কর্মচারীদের নিয়োগ

৫। কর্মকর্তা/কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণ

৬। কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতাদি

৭। কর্মচারীদের চাকুরীর তথ্যাদি সংরক্ষণ।

সংস্থাপন শাখা  

ক্রমিক

নম্বর

সেবার নাম

প্রয়োজনীয় সর্বোচ্চ সময়

(ঘন্টা/দিন/মাস)

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজ প্রাপ্তি স্হান

ফি/চাজ

(টাকা জমাদানের কোড/খাত ও কখন প্রদান করতে হবে তা উল্লেখ করতে হবে)

দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তা

(কর্মকর্তার  পদবী, বাংলাদেশের কোড, জেলা/উপজেলা কোড সহ টেলিফোন নম্বর, ই-মেইল)

উর্ধ্বতন কর্মকর্তা (যার কাছে  অভিযোগ জানানো / আপীল করা যাবে তাঁর পদবী, পোষ্ট কোড, টেলিফোন নম্বর, ই-মেইল ঠিকানা)

1

2

3

4

5

6

7

8

০১

পেনশন (চাকুরের নিজের অবসর গ্রহণের (ক্ষেত্রে)

১০ (দশ)

কার্য দিবস

১. নন-গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে সার্ভিস বুক

২. পিআরএল-এ গমনের মঞ্জুরিপত্র

৩. প্রত্যাশিত শেষ বেতন পত্র

৪. পেনশন আবেদন ফরম ২.১ (০২ কপি)

৫. ০১ (এক) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের ও স্ট্যাম্প সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি

৬. প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকার ঘোষণা পত্র

৭. নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ

৮. . পেনশন মঞ্জুরি আদেশ 

১.  জেলা ওয়েব পোর্টাল www.coxsbazar.gov.bd    

         অথবা www.forms.gov.bd

২. সংশ্লিষ্ট অফিস

৩. ইউপি চেয়ারম্যান/মেয়র কর্তৃক প্রদত্ত সনদ ।

 

    ফি/ চার্জ মুক্ত

সহকারী কমিশনার

সংস্থাপন শাখা

ফোনঃ (+৮৮)-০৩৪১-৬৩২০৬

ই-মেইল-ac.establishmentcox@gmail.com

 

 

 

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

কক্সবাজার ।

ফোনঃ (+৮৮)-০৩৪১-৬৩২৯৫

ই-মেইল-adcgcoxbazar@mopa.gov.bd

 


কার্যক্রম
  • কর্মকর্তা/কর্মচারীদের সংস্থাপন সংক্রান্ত ।
  • কর্মকর্তা/কর্মচারীদের  মাসিক বেতন বিল, টি,এ বিল প্রস্তুতকরণ ।
  • কর্মকর্তা/কর্মচারীদের ছুটি সংক্রান্ত  বিষয় ।
  • কর্মকর্তা/৩য় শ্রেণীর কর্মচারীদের প্রশিক্ষণ ।
  • কর্মকর্তা/৩য় শ্রেণীর কর্মচারীর বদলী সংক্রান্ত  বিষয় ।
  • কর্মকর্তাদের মধ্যে কর্মবন্টন  ।
  • কর্মকর্তা/কর্মচারীদের পেনশন/পারিবারিক পেনশন/যৌথবীমা ও কল্যাণ তহবিল সংক্রান্ত বিষয় ।
  • কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন ।
  • কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম সংক্রান্ত ।
  • বাজেট প্রস্তুত করণ ।
  • অডিট আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত।
  • মাসিক ও ষান্মাসিক প্রতিবেদন ।
  • কর্মকর্তাগণের পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক প্রতিবেদন।
  • নন ট্যাক্স  রেভিনিউ আদায় সংক্রান্ত মাসিক/ত্রৈমাসিক প্রতিবেদন।
  • মাসিক স্টাফ মিটিং সংক্রান্ত ।

যোগাযোগ
অন্যান্য

0


ভারপ্রাপ্ত কর্মকর্তা