Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রেভিনিউ মুন্সিখানা
নাগরিক সেবা

রাজস্ব মুন্সিখানা শাখা কর্তৃক সিটিজেন চার্টারঃ

ক্র/নং

সেবার নাম/ধরণ

সেবা প্রদানের পদ্ধতি

মন্তব্য/সময়সীমা

০১।

দেওয়ানী মামলা সংক্রান্ত ও

মহামান্য সুপ্রীম কোর্টের সিভিল রিভিশন/

রীট মামলা সংক্রান্ত।

১) সরকার পক্ষে দেওয়ানী মামলা পরিচালনা সংক্রান্ত বিষয়াদি।

২) সরকার পক্ষে দেওয়ানী মামলার দফাওয়ারী প্রতিবেদন প্রেরণ সংক্রান্ত বিষয়াদি।

৩।সরকার পক্ষে দেওয়ানী আপিল মামলা দায়ের সংক্রান্ত বিষয়াদি।

৪) সরকারি কৌসুলি/অতিরিক্ত সরকারি কৌসুলি/সহযোগী সরকারি কৌসুলি নিয়োগ ও ভাতা প্রদান সংক্রান্ত বিষয়াদি।

৫)  অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) বরাবরে দায়েরকৃত আপিল মামলা গ্রহণ,শুনানী ও নিষ্পত্তিকরণ সংক্রান্ত বিষয়াদি।

৬) দেওয়ানী আপিল মোকদ্দমায় সরকারের বিপক্ষে রায় ঘোষিত হলে বিজ্ঞ সরকারি কৌসুলি কর্তৃক মামলার রায়ের কপি ও অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহপূর্বক সিভিল রিভিশন মামলা দায়েরের জন্য বিজ্ঞ সলিসিটর মহোদয়ের নিকট প্রেরণ।

৭) মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সিভিল রিভিশন/রিট  পিটিশন মামলা সংক্রান্ত বিষয়াদি।

সংশ্লিষ্ট উপজেলা হতে মামলার আরজিভিত্তিক দফাওয়ারী জবাব ও সংশ্লিষ্ট কাগজাদি প্রাপ্তির ০৩ দিনের মধ্যে বিজ্ঞ সরকারি কৌসুলি/বিজ্ঞ উপ সলিসিটর মহোদয়ের নিকট প্রেরণ।

 

 

 

 

 

 

০২।

স্ট্যাম্প ভেন্ডার

শিপ লাইসেন্স সংক্রান্ত

১) আবেদনপত্র জমা হবার ৩ কর্মদিবসের মধ্যে উপস্থাপন।

২) সংশ্লিষ্ট দপ্তর সমূহ থেকে প্রতিবেদন প্রাপ্তির ০৩ কর্মদিবসের মধ্যে উপস্থাপন।

৩)  আবেদনপত্র নাকচ হলে আবেদনকারীকে (উপস্থিত মতে) অবহিতকরণ।

৪) লাইসেন্স ফি ১৫০০ টাকা

    কোর্ট ফি এর জন্য ৭৫০ টাকা

খাত = ১/২১৪২/০০০০/১৮১১

স্ট্যাম্প  এর জন্য ৭৫০ টাকা

খাত = ১/১১০১/০০২০/১৩০১

সোনালী ব্যাংক কর্পোরেট শাখা কুমিল্লায় চালানের মাধ্যমে জমা দিতে হবে।  

৫) লাইসেন্স নবায়ন ফি = ১০০০ টাকা

 কোর্ট ফি এর জন্য ৫০০ টাকা

খাত = ১/ ২১৪২/০০০০/১৮১১

স্ট্যাম্প  এর জন্য ৫০০ টাকা

খাত =১/ ১১০১/০০২০/ ১৩০১

 সোনালী ব্যাংক কর্পোরেট শাখা  

কুমিল্লায় চালানের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনপত্র মঞ্জুর হলে এবং তদন্ত প্রতিবেদন লাইসেন্স প্রদানের স্বপক্ষে হলে  ৩ কায্যদিবসের মধ্যে লাইসেন্স ইস্যুর ব্যবস্থা গ্রহণ ।

০৩।

আমমোক্তার

নামা

 রি- স্ট্যাম্পিং  সংক্রান্ত

১) আমমোক্তার নামা পররাষ্ট্র মন্ত্রণালয় কতৃক সিল স্বাক্ষরের ৯০ দিনের মধ্যে  জেলা প্রশাসক মহোদয়ের নিকট দাখিল ।

২)  আবেদনপত্র ও আমমোক্তারনামার মূল কাগজপত্র ৩ কর্মদিবসের মধ্যে উপস্থাপন।

৩)  পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক যাচাইয়ের জন্য ১৫ কর্মদিবসের মধ্যে প্রেরণ।

৪)  যাচাই প্রতিবেদন প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে উপস্থাপন।

আঠালো স্ট্যাম্প ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়ের স্বাক্ষরের অব্যবহিত পরে চাহিবামাত্র সরবরাহের ব্যবস্থা।

       

০৪।

অবমূল্যায়ন মামলা সংক্রান্ত

১) আবেদনকারী সংশ্লিষ্ট অফিস সহকারীর  সাথে যোগাযোগ করে টাকার পরিমান ও চালানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হেড এবং প্রযোজ্য ক্ষেত্রে কোন ব্যাংকের কত নংহিসাবে জমা দিতে হবে তা জেনে নিবেন।

  অফিস সহকারী টাকা জমা দেয়া সংক্রান্ত চালান/জমা রশিদ প্রাপ্তির ০১ দিনের মধ্যে  উপস্থাপন করবেন।

০৫।

বিনিময় মামলা সংক্রান্ত

বিনিময় মামলা সংক্রান্ত বিষয়গুলো যাচাই বাছাই ও পরীক্ষা-নিরীক্ষান্তে উপস্থাপন করা ।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

0


যোগাযোগ

01894419018


অন্যান্য

0


ছবি
www.coxsbazar.gov.bd/dcoffice_section/ab33874d_2149_11e7_8f57_286ed488c766/RM SEction ggghihojohjojojoou.JPG
কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা