Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রাডার স্টেশন
Location
হিলোটপ সার্কিট হাউজের পাশে
Transportation
সড়ক পথে
Details

 

রাডার স্টেশন, কক্সবাজারঃ

 

      ১৯৬৯ সালে সুইডিশ শিশুকল্যাণ সংস্থা ও রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় কক্সবাজার রাডার স্টেশনটি স্থাপন করা হয়। ২২ এপ্রিল, ২০০৭ সালে জাপান সরকারের আর্থিক সহযোগিতায় রাডার সিস্টেমের উন্নয়ন সাধন করে উদ্বোধন করা হয়।   রাডার স্টেশনটি হিলটপ  সার্কিট হাউজের  পাশে অবস্থিত। ৪০০ কিঃমিঃ ব্যাসার্ধের মধ্যে এ রাডার স্টেশনটি কার্যকর। রাডার স্টেশন সংলগ্ন পাহাড়ের চূঁড়ায় স্থাপিত লাইট হাউসটি গভীর সমুদ্রে চলাচলরত জাহাজ, নৌকা ও মাঝিমাল্লাদের দিক নির্দেশনাসহ নানাভাবে উপকারে আসে। Radio Detection And Range এর সংক্ষিপ্ত নাম রাডার (Rader)। সমতল ভূমি থেকে ৬০ ফুট উচুঁ পাহাড়ের চূঁড়ায় প্রায় ৯৯ ফুট উচ্চতা বিশিষ্ট ভবনের উপর রাডারটি স্থাপন করা হয়। জাপান ও বাংলাদেশ যৌথ কারিগরী সহযোগিতায় রাডার কেন্দ্র নির্মাণ ও রাডার স্থাপনে ৮ মাস সময় লাগে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয় ৫১ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা। ডপলার রাডারটি জাপান-বাংলাদেশের মানুষের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি এদেশের মানুষের জানমাল রক্ষার্থে সহায়ক হবে। এ রাডারের মাধ্যমে প্রাপ্ত তথ্য ভি সেটের মাধ্যমে সাথে সাথে ঢাকাস্থ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানতে পারে।