কক্সবাজার জেলায় গত তিন দিন যাবত অবিরাম বৃষ্টি বর্ষণের ফলে পাহাড় ধ্বসের সম্ভাবনা বেড়ে যাওয়ায় পৌর এলাকার বিভিন্ন পাহাড় হতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড হতে লোককে সরিয়ে নেয়া হয়। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়ার কাজ ও পাহাড় ধসের স্থানগুলো পরিদর্শন করছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। এর আগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাহাড় ধসে আহতদের দেখতে যান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয়। তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা প্রদানসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এনডিসি) তাহমিলুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS