মন্ত্রীপরিষদ বিভাগের সহযোগীতায় কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ। বুধবার উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের মাননীয় সচিব (সমন্বয় ও সংস্কার ) এন এম জিয়াউল আলম ও মন্ত্রীপরিষদ বিভাগের মাননীয় অতিরিক্ত সচিব (সংস্কার) সোলতান আহমদ।
ভিশন-২০২১ কে সামনে রেখে সরকার ...২০১৪ইং সালে প্রথম বার্ষিক কর্মস্পাদন চুক্তি (এপিএ) প্রণয়ন করে। এই এপিএ প্রণয়ের ফলে প্রতিটি দপ্তর অর্থবছরের শুরুতেই সমগ্র বছরের জন্য একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এবং সেগুলো অর্জনের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করে। ফলে সেই দপ্তরের নিজেদের মধ্যে এক ধরনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হয়। এর ফলে জনগণের সেবাপ্রাপ্তি যেমন সহজ হয় তেমনি উন্নয়ন কার্যক্রম বেগবান হয়। জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে সন্তুষ্টি অর্জনই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মূল উদ্দেশ্য। জনগণ যাতে সেবা নিয়ে সন্তুষ্ট হয় সেদিকে লক্ষ্য রেখেই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS