Title
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
Details
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,মিলাদ মাহফিল,শোকর্যালী, শোকর্যালী, দিবসটির তাৎপর্য বিশ্লেষন করে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা, কবিতা পাঠের আসর, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক তথ্য ও প্রামান্যচিত্র প্রদর্শন,বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যে দিয়ে দিবসটির কর্মসূচী শরু হয়। সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।এরপর পুলিশ সুপার ড, একেএম ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানসসহ সর্বস্তরের জনগণ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।