মাঠ পর্যায়ে ই-গভর্ন্যান্স কার্যক্রম আরো গতিশীল করতে কক্সবাজার জেলা সরকারি অফিসসমূহের কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে ই-নথি প্রশিক্ষণপ্রাপ্তদেরকে বিগত ৩১/০৮/২০২১ খ্রিঃ মঙ্গলবার হতে ০২/০৯/২০২১ খ্রিঃ বৃহস্পতিবার পর্যন্ত জুম ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে ডি-নথি (ডিজিটাল নথি) প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে। উক্ত প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ মামুনুর রশীদ। তিন ব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে ডি-নথির বিভিন্ন ফিচার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম অনলাইন প্লাটফর্মে যুক্ত ছিলেন জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব),তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। এছাড়াও, সম্পূর্ণ প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত ছিলেন অত্র জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জনাব বিভীষণ কান্তি দাশ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS