Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জেলা প্রশাসনের সহযোগীতায় কক্সবাজারে সম্পন্ন হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান, বনজ ও ফলদ বৃক্ষমেলা।
Details
জেলা প্রশাসনের সহযোগীতায় কক্সবাজারে সম্পন্ন হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান, বনজ ও ফলদ বৃক্ষমেলা। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সমাপনী আলোচনা সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। বন বিভাগ ও কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক। 
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, মেলার মূল উদ্দেশ্য ছিল বনজ ও ফলদ বৃক্ষমেলার গুরুত্বগুলো কক্সবাজার বাসীকে অবহিত করা। তা সফল হয়েছে। স্থানীয়রা এই মেলায় এসে বিভিন্ন প্রজাতির অসংখ্য চারা ক্রয় করে নিজেদের আঙ্গিনা বা জমিতে রোপণ করছে। তিনি আয়োজকদের উদ্দেশ্যে বলেন, বৃক্ষ মেলা একটি সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে উপজেলা পর্যায়েও বছরে কয়েকবার আয়োজন করা যেতে পারে। এ বিষয়ে জেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগীতারও আশ্বাস দেন জেলা প্রশাসক। মেলায় এসে শিক্ষার্থীরাও অনেক উপকৃত হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। 
এ সময় বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মো: আলী কবির,কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আ,ক,ম শাহরিয়ার,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: শাহজাহানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় বিভাগীয় বন কর্মকর্তা ( উত্তর) হক মাহবুব মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা,জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর তাহমিলুর রহমান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,নার্সারী মালিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে বৃক্ষ মেলা উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থী ও মেলায় সেরা ৫জন ষ্টল প্রদর্শনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Images
Attachments
Publish Date
10/08/2017
Archieve Date
21/08/2017