বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার মানসে মাননীয় প্রধানমন্ত্রী ২০০৮ সালের ১২ ডিসেম্বর তারিখে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ রূপকল্পঃ ২০২১ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ঘোষণার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। ১২ ডিসেম্বর দিনটিকে স্মরণীয় করার জন্য এবং জাতিকে এ দিন পালনের মধ্য দিয়ে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের সারিতে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বিধায় এ দিবসের গুরুত্ব বিবেচনায় সরকার ১২ ডিসেম্বরকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ঘোষণা করে।
এরই ধারাবাহিকতায় আজ কক্সবাজার জেলায় জেলা প্রশাসনের আয়জনে আড়ম্বরভাবে এ দিবসটি উদ্যাপিত হয়। এ উপলক্ষ্যে বণ্যাঢ্য র্যালী, প্রোগ্রামিং প্রতিযোগীতা এবং ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS