জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ অর্জিত হবার পর পরবর্তী গন্তব্য রুপকল্প ২০৪১: স্মার্ট বাংলাদেশ, যা অর্জনের মাধ্যমে আমরা জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক উচ্চ আয়ের দেশে পরিণত হব। ম্মার্ট বাংলাদেশকে তরান্বিত করার লক্ষ্যে কক্সবাজার জেলাকে ১ম স্মার্ট জেলা রুপান্তরের জন্য বিগত ০৫.০৪.২০২৩ তারিখ দুপুর ২.৩০টা জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে ১ম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ শাহীন ইমরান, জেলা প্রশাসক, কক্সবাজার ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশেক উল্লাহ রফিক, মাননীয় সংসদ সদস্য, কক্সবাজার-০২ এবং জেলার সরকারি/বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় অংশীজন সভায় উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিবর্গ কক্সবাজারকে স্মার্ট ও আধুনিক জেলায় রুপান্তরের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও আইডিয়া ব্যক্ত করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS