শাখার সেবা সমূহ ও সংক্ষিপ্ত বর্ণনাসহ
|
গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিখা)
|
ক) গ্রামীণ রাস্তা, বাঁধ,নির্মাণ/পুনঃ নির্মাণ,পুকুর/খাল পুনঃ খনন, জলবদ্ধতা দুরীকরণের জন্য নালা ও সেচনালা খনন/পুনঃ খনন, বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠে মাটি ভরা এবং মাটির কিল্লা নির্মাণ করা হয়।
খ) জেলা প্রশাসকের কার্যালয় হতে সরাসরি কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়না। ইউনিয়ন পরিষদ/পৌরসভা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে উক্ত কর্মসূচির আওতায় প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। উপজেলা হতে প্রাপ্ত প্রকল্প সমূহ অনুমোদন ও উপ-বরাদ্দ প্রদান করা হয়ে থাকে এবং অগ্রগতির প্রতিবেদন উর্ধ্বতন কর্তপক্ষের বরাবর প্রেরণ করা হয়।
|
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টিআর)
|
ক) গ্রামীণ ছোট ছোট রাস্তা, বাঁধ মেরামত, নালা নর্দমা খনন/পুনঃখনন, বৃক্ষরোপন ও বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার/মেরামত, গ্রামীণ যাতায়ত ব্যবস্থা সুবিধার্থে বাঁশ/কাঠের সাঁকো ও ছোট ছোট আরসিসি পাইপ কালভার্ট নির্মাণ করা হয়।
খ) জেলা প্রশাসকের কার্যালয় হতে সরাসরি কোন প্রকল্প গ্রহণ ও বাসত্মবায়ন করা হয়না। ইউনিয়ন পরিষদ/পৌরসভা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে উক্ত কর্মসূচির প্রকল্প প্রণয়ন ও বাসত্মবায়ন করা হয়। প্রাপ্ত প্রকল্প সমূহ অনুমোদন ও উপ-বরাদ্দ প্রদান করা হয়ে থাকে এবং অগ্রগতির প্রতিবেদন উর্ধ্বতন কর্তপক্ষের বরাবর প্রেরণ করা হয়।
|
অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি।
|
ক) খাল খনন/পুনঃখনন, বাঁধ নির্মাণ/পুনঃনির্মাণ, রাস্তা নির্মাণ/পুনঃনির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণের জন্য নালা ও সেচনালা খনন/পুনঃখনন, বিভিন্ন জনকল্যাণমূলক শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, ঈদগাহ, শ্মশান আঙ্গিনায় মাটি ভরাট, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কবল থেকে গবাদিপশু রক্ষার্থে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের পাশে মাটির কিল্লা নির্মাণ/পুনঃনির্মাণ, সরকারী মজা পুকুর/মৎস্য খামার খনন(সরকারী/সমবায় ভিত্তিক খামার),কম্পোজড হিপ/জৈব সার তৈরী করে আবাদি জমিতে প্রয়োগ, হেলিপ্যাড/বাজারের চত্বর/পশুর হাট চত্বর উঁচু করণ, বৃষ্টির পানি/ খাবার পানি সংরক্ষণের জন্য রিজার্ভার নির্মাণ করা হয়।
খ) জেলা প্রশাসকের কার্যালয় হতে সরাসরি কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়না। প্রাপ্ত প্রকল্প সমূহ অনুমোদন ও উপ-বরাদ্দ প্রদান করা হয়ে থাকে এবং অগ্রগতির প্রতিবেদন উর্ধ্বতন কর্তপক্ষের বরাবর প্রেরণ করা হয়। ইউনিয়ন পরিষদ/পৌরসভা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে উক্ত কর্মসূচির আওতায় প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়।
|
ভিজিএফ কর্মসূচী
|
ক) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারদের আপতকালীন খাদ্য চাহিদা মিটানোর জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সাহায্য বিতরণ করা হয়।
খ) ইউনিয়ন পরিষদ/পৌরসভা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত দুঃস্থ/ ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও খাদ্য সাহায্য বিতরণ করা হয়।
|
প্রাকৃতিক দুর্যোগ জনিত ঝুঁকি হ্রাস কর্মসূচিঃ
|
ক) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও স্বল্প আয়ের লোকদের আয় সঞ্চারক পুনর্বাসন প্রদানের লক্ষ্যে হস্তচালিত তাঁত শিল্প সহ ক্ষুদ্র কুটির শিল্প, নৌকা/রিক্সা/সাইকেলভ্যান/ঠেলাগাড়ী ক্রয়, ফল/নার্সারী, গবাদিপশু/ হাঁসমুরগীর ক্ষুদ্র খামার, ক্ষুদ্র আকারের মৎস্য খামার ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তা প্রদানের জন্য বিতরণ করা হয়।
|
প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ সামগ্রী সহায়তা প্রদান।
|
ক) বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ যেমন অতিবৃষ্টি, বন্যা, নদীভাঙ্গন, খরা, অগ্নিকান্ড, কালবৈশাখী, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, পাহাড় ধ্বস, দূর্ঘটনা ইত্যাদি ক্ষদিগ্রস্ত দুঃস্থ পরিবারদের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী, নগদ অর্থ ও ক্ষতিগ্রস্ত বাড়ীঘর মেরামত/পুনঃনির্মাণ করার জন্য গৃহনির্মাণ মঞ্জুরি হিসেবে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।
খ) জেলা প্রশাসনের কার্যালয় হতে সরাসরি কোন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়না উপজেলা উপ-বরাদ্দ প্রদান করা হয়।
|
|