Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ত্রান ও পূণর্বাসন শাখা
Citizen Service

 

শাখার সেবা সমূহ ও সংক্ষিপ্ত বর্ণনাসহ

 

গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিখা)

ক) গ্রামীণ রাস্তা, বাঁধ,নির্মাণ/পুনঃ নির্মাণ,পুকুর/খাল পুনঃ খনন, জলবদ্ধতা দুরীকরণের জন্য নালা ও সেচনালা খনন/পুনঃ খনন, বিভিন্ন  প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠে মাটি ভরা এবং মাটির কিল্লা নির্মাণ করা হয়।

খ) জেলা প্রশাসকের কার্যালয় হতে সরাসরি কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়না। ইউনিয়ন পরিষদ/পৌরসভা ও  উপজেলা প্রশাসনের মাধ্যমে উক্ত কর্মসূচির  আওতায় প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। উপজেলা হতে প্রাপ্ত প্রকল্প সমূহ অনুমোদন ও উপ-বরাদ্দ প্রদান করা হয়ে থাকে এবং অগ্রগতির প্রতিবেদন উর্ধ্বতন কর্তপক্ষের বরাবর প্রেরণ করা হয়।

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টিআর)

ক) গ্রামীণ ছোট ছোট রাস্তা, বাঁধ মেরামত, নালা নর্দমা খনন/পুনঃখনন, বৃক্ষরোপন ও বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার/মেরামত, গ্রামীণ যাতায়ত ব্যবস্থা সুবিধার্থে বাঁশ/কাঠের সাঁকো ও ছোট ছোট আরসিসি পাইপ কালভার্ট নির্মাণ করা হয়।

খ) জেলা প্রশাসকের কার্যালয় হতে সরাসরি কোন প্রকল্প গ্রহণ ও বাসত্মবায়ন করা হয়না। ইউনিয়ন পরিষদ/পৌরসভা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে উক্ত কর্মসূচির প্রকল্প প্রণয়ন ও বাসত্মবায়ন করা হয়। প্রাপ্ত প্রকল্প সমূহ অনুমোদন ও উপ-বরাদ্দ প্রদান করা হয়ে থাকে এবং অগ্রগতির প্রতিবেদন উর্ধ্বতন কর্তপক্ষের বরাবর প্রেরণ করা হয়।

অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি।

ক) খাল খনন/পুনঃখনন, বাঁধ নির্মাণ/পুনঃনির্মাণ, রাস্তা নির্মাণ/পুনঃনির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণের জন্য নালা ও সেচনালা খনন/পুনঃখনন, বিভিন্ন জনকল্যাণমূলক শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, ঈদগাহ, শ্মশান আঙ্গিনায় মাটি ভরাট, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কবল থেকে গবাদিপশু রক্ষার্থে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের পাশে মাটির কিল্লা নির্মাণ/পুনঃনির্মাণ, সরকারী মজা পুকুর/মৎস্য খামার খনন(সরকারী/সমবায় ভিত্তিক খামার),কম্পোজড হিপ/জৈব সার তৈরী করে আবাদি জমিতে প্রয়োগ, হেলিপ্যাড/বাজারের চত্বর/পশুর হাট চত্বর উঁচু করণ, বৃষ্টির পানি/ খাবার পানি সংরক্ষণের জন্য রিজার্ভার নির্মাণ করা হয়।

খ) জেলা প্রশাসকের কার্যালয় হতে সরাসরি কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়না। প্রাপ্ত প্রকল্প সমূহ অনুমোদন ও উপ-বরাদ্দ প্রদান করা হয়ে থাকে এবং অগ্রগতির প্রতিবেদন উর্ধ্বতন কর্তপক্ষের বরাবর প্রেরণ করা হয়। ইউনিয়ন পরিষদ/পৌরসভা ও  উপজেলা প্রশাসনের মাধ্যমে উক্ত কর্মসূচির  আওতায় প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়।

ভিজিএফ কর্মসূচী

 

ক) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারদের আপতকালীন খাদ্য চাহিদা মিটানোর জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সাহায্য বিতরণ করা হয়।

 

 

খ) ইউনিয়ন পরিষদ/পৌরসভা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত দুঃস্থ/ ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও খাদ্য সাহায্য বিতরণ করা হয়।

প্রাকৃতিক দুর্যোগ জনিত ঝুঁকি হ্রাস কর্মসূচিঃ

ক) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও স্বল্প আয়ের লোকদের আয় সঞ্চারক পুনর্বাসন প্রদানের লক্ষ্যে হস্তচালিত তাঁত শিল্প সহ ক্ষুদ্র কুটির শিল্প, নৌকা/রিক্সা/সাইকেলভ্যান/ঠেলাগাড়ী ক্রয়, ফল/নার্সারী, গবাদিপশু/ হাঁসমুরগীর ক্ষুদ্র খামার, ক্ষুদ্র আকারের মৎস্য খামার ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তা প্রদানের জন্য বিতরণ করা হয়।

প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ সামগ্রী সহায়তা প্রদান।

ক) বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ যেমন অতিবৃষ্টি, বন্যা, নদীভাঙ্গন, খরা, অগ্নিকান্ড, কালবৈশাখী, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, পাহাড় ধ্বস, দূর্ঘটনা ইত্যাদি ক্ষদিগ্রস্ত দুঃস্থ পরিবারদের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী, নগদ অর্থ ও ক্ষতিগ্রস্ত বাড়ীঘর মেরামত/পুনঃনির্মাণ করার জন্য গৃহনির্মাণ মঞ্জুরি হিসেবে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।

খ) জেলা প্রশাসনের কার্যালয় হতে সরাসরি কোন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়না উপজেলা উপ-বরাদ্দ প্রদান করা হয়।

 


Current Project

০১. গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির প্রকল্প

০২. গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির প্রকল্প  

০৩. অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী কর্মসূচির প্রকল্প

০৪. সেতু/কালর্ভাট নির্মাণ প্রকল্প।


Duties
 

শাখার কার্যক্রম

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা), অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী, ভিজিএফ, বার্ষিক কর্মসূচীর আওতায় সেতু/কালর্ভাট নির্মাণ, বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম।


Contact
034164254
Others

0


Acting Officer