Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রাজস্ব শাখা
Citizen Service

শাখার সেবাসমূহঃ

বহিস্থ সেবা গ্রহণকারীঃ জনসাধারণ

নং

সেবার ধরণ

প্রক্রিয়া

প্রক্রিয়ার  সময়

০১.    

কক্সবাজার পৌরসভার অর্পিত সম্পত্তির লিজ প্রদান/নবায়ন।

আবেদন প্রাপ্তির পর তদন্ত প্রতিবেদনের মাধ্যমে

আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত প্রদান

০২.   

খাস জমি বন্দোবস্ত প্রদান।

প্রস্তাব প্রাপ্তি সাপেক্ষে

প্রস্তাব প্রাপ্তির ১৫ দিনের মধ্যে অনুমোদনকারি কর্তৃপক্ষের নিকট প্রেরণ

০৩.    

পরিত্যক্ত/অর্পিত পুকুরের লিজ অনুমোদন।

প্রস্তাব প্রাপ্তি সাপেক্ষে

প্রস্তাব প্রাপ্তির ১৫ দিনের মধ্যে চুড়ান্ত সিদ্ধান্ত প্রদান/অনুমোদনকারি কর্তৃপক্ষের নিকট প্রেরণ

০৪.  

মেলা নিলাম প্রদান।

উন্মুক্ত নিলাম ডাকের মাধ্যমে

ডাক অনুষ্ঠানের ০৩ দিনের মধ্যে সিদ্ধান্ত প্রদান

০৫.  

সায়রাতভূক্ত জলমহাল/বালুমহাল ইজারা প্রদান

দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে

বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত

০৬.   

ভূ-সম্পত্তি জবর দখল সংক্রান্ত অভিযোগ।

জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ি

আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ

০৭.     

ওয়াকফ/দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত অভিযোগ।

 আবেদনের প্রেক্ষিতে

আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত প্রদান/প্রয়োজনীয় কার্যক্রমের জন্য প্রেরণ

অভ্যন্তরিণ সেবা গ্রহিতাঃ কর্মকর্তা/কর্মচারীগণ

০১.

সেবার ধরণ

প্রক্রিয়া

প্রক্রিয়ার  সময়

০২.     

রাজস্ব প্রশাসনের অধিন সকল ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারিদের নিয়োগ/পদোন্নতি সংক্রান্ত যাবতিয় কাজ

সরকারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে

বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত

০৩.     

রাজস্ব প্রশাসনের অধিন সকল ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারিদের বদলি, টাইম স্কেল, শ্রান্তি বিনোদন, দক্ষতাসিমা অতিক্রম, এলপিআর, পেনশন ও আনুতোষিক, জিপিএফ হতে অগ্রিম/চুড়ান্ত উত্তোলন, যৌথবিমা/কল্যাণ তহবিল হতে অর্থ মঞ্জুরি সংক্রান্ত যাবতিয় কাজ

আবেদন/প্রস্তাব প্রাপ্তি সাপেক্ষে

আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত প্রদান/প্রয়োজনীয় কার্যক্রমের জন্য অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ

০৪.   

অডিট আপত্তি নিস্পত্তি সংক্রান্ত কাজ।

জবাব প্রস্ত্ততকরণ/জবাব প্রাপ্তি সাপেক্ষে

আপত্তি/আপত্তির উত্তর প্রাপ্তির ১৫ দিনের মধ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ

০৫.    

মাসিক/ত্রৈমাসিক ও সময় সময় চাহিত রিপোর্ট-রিটার্ন প্রেরণ।

অধস্তন অফিস হতে তথ্য সংগ্রহ করত:/প্রস্ত্তত পূর্বক প্রেরণ

 নির্ধারিত সময়ে

০৬.   

উপজেলা/ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ/ মেরামত, মেরামত কাজ পরিদর্শন, পর্যবেক্ষণ ও প্রাক্কলন অনুযায়ি নির্মাণ কাজ তদারকিকরণ

-

-

০৭.     

ওয়াকফ/দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত তদন্ত।

 

সংশ্লিষ্ট সহকারি কমিশনার (ভূমি) গণের মাধ্যমে

আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে তদন্তের জন্য প্রেরণ ও তদন্ত প্রতিবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে প্রত্যাশি সংস্থার নিকট প্রেরণ

০৮. 

ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতিয় কাজ।

বিধি অনুযায়ি।

 -

 ০৯.       

আশ্রয়ণ প্রকল্প (ফেইজ-২) গুচ্ছগ্রাম প্রকল্প-২ এর যাবতিয় কাজ

 সহকারী কমিশনার (ভূমি)/উপজেলা নির্বাহী অফিসার-এর নিকট হতে প্রস্তাব প্রাপ্তি সাপেক্ষে।

-

সেবা গ্রহিতার দায়িত্ব

আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র ও কোর্ট ফি সংযোজন এবং কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় চাহিত তথ্য প্রদান।

সেবার জন্য প্রয়োজনীয় ফি

যে কোন অভিযোগ ও আবেদনের সাথে দশ টাকার কোর্ট ফি সংযোজন করতে হবে। তাছাড়া অন্যান্য ক্ষেত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে চাহিত কোর্ট ফি/ব্যাংক ড্রাফট/ বিডি/ডিসিআর জমা দিতে হবে। নির্ধারিত রশিদ/ডিসিআর ব্যতিত কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বলা হলো।

সেবা সংক্রান্ত অভিযোগ

 

এ সংক্রান্ত কোন অভিযোগ থাকলে শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা/আরডিসি এর সাথে যোগাযোগ করুন। যোগাযোগের পর তাৎক্ষণিকভাবে তা নিস্পত্তি করা হবে।

যার সাথে যোগাযোগ করবেন

 

প্রথমত : রাজস্ব শাখায়

দ্বিতিয়ত : আরডিসি

তৃতীয়ত : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)

সর্বশেষ : জেলা প্রশাসক

 

 

সচরাচর জিজ্ঞাস্য

প্রশ্ন : রাজস্ব শাখা কর্তৃক সম্পাদিত কার্য কি কি?

উত্তর : কৃষি ও অকৃষি খাস জমি ব্যবস্থাপনা, ২। হাট-বাজারের শপ লাইসেন্স অনুমোদন, ৩। বালুমহাল ইজারা প্রদান, ৪। জলমহাল ইজারা প্রদান, ৫। অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা।

 

প্রশ্ন : কৃষি খাস জমি কিভাবে বন্দোবস্ত প্রদান করা হয় ?

উত্তর : ক) নীতিমালা অনুযায়ী সংশি­ষ্ট সহকারী কমিশনার (ভূমি) বরাবর নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হয়।

খ) উক্ত আবেদনের প্রেক্ষিতে উপজেলা কমিটি কর্তৃক প্রস্তাব কেসনথি সহকারে প্রাপ্তির পর জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়।

গ)  জেলা প্রশাসক জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা কমিটির অনুমোদন লাভের পর নথি অনুমোদন করেন।

 

প্রশ্ন : অকৃষি খাস জমি কিভাবে বন্দোবস্ত প্রদান করা হয় ?

উত্তর : জেলা প্রশাসক বরাবরে আবেদন দাখিলের পর সংশি­ষ্ট উপজেলা হতে কেসনথি সহকারে প্রতিবেদন প্রাপ্তির পর সালামী নির্ধারণক্রমে প্রস্তাব ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। ভূমি মন্ত্রণালয় প্রস্তাব অনুমোদন করেন।

 

প্রশ্ন : হাট-বাজারের শপ-লাইসেন্স কিভাবে দেয়া হয় ?

উত্তর : সংশি­ষ্ট উপজেলা নির্বাহী অফিসার/সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন দাখিল করতে হবে। আবেদন যাচাই করে কেসনথি সৃজন করে অনুমোদনের জন্য জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়। প্রস্তাব যাচাই করে জেলা প্রশাসক অনুমোদন করেন।

 

প্রশ্ন :জলমহাল কিভাবে ইজারা প্রদান করা হয় ?

উত্তর : জলমহাল দুটি অংশে বিভক্ত । (ক) ২০ একর পর্যন্ত, খ) ২০ একরের উর্ধ্বে ।

* ২০ একর পর্যন্ত জলমহাল নির্ধারিত আবেদনের মাধ্যমে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি ইজারা প্রদান করে থাকে।

* ২০ একরের উর্ধ্বের জলমহাল জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি আবেদন এবং উন্নয়ন প্রকল্পে ইজারা প্রদান করে থাকে।

 

প্রশ্ন :বালুমহাল কিভাবে ইজারা প্রদান করা হয় ?

উত্তর : সরকারের নীতিমালা অনুযায়ী টেন্ডার আহবান করে সর্বোচ্চ দরদাতাকে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন স্বাপেক্ষে বালুমহাল একসনাভিত্তিক ইজারা প্রদান করা হয়।

প্রশ্ন :অর্পিত সম্পত্তি একসনা ইজারা নবায়ন কিভাবে করতে হয় ?

উত্তর : আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনে তদন্তসাপেক্ষে কর্তৃপক্ষের ইজারা নবায়ন করা হয়।

প্রশ্ন :অর্পিত সম্পত্তির ‘খ’ তালিকা অবমুক্তির আবেদন কোথায় কিভাবে করতে হয় ?

উত্তর : জেলা কমিটির সভাপতি বরাবর নির্ধারিত ফরমে দাবীর স্বপক্ষে কাগজপত্র এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংযুক্ত করে আবেদন দাখিল করতে হয়। 

প্রশ্ন :উপজাতীয়দের স্থাবর সম্পত্তি বিক্রয়ের অনুমোদন কিভাগের প্রদান করা হয় ?

উত্তর : আবেদনের মাধ্যমে সংশিষ্ট সহকারী কমিশনার ভূমি কর্তৃক সরেজমিনে তদন্তক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)উপজাতীয়দের স্থাবর সম্পত্তি বিক্রয়ের অনুমোদন করেন।


Current Project

0


Duties

শাখার কার্যক্রমঃ

  • ভূমি উন্নয়ন করের দাবী নির্ধারণ ও আদায় কার্যক্রম
সায়রাত মহাল সম্পর্কিত (ক) সরকারী জলমহাল (খ) সরকারী বালুমহাল ইজারা প্রদান সম্পর্কিত কার্যক্রম (গ) সাদামাটি (চায়না ক্লে) ইজারা প্রদান কার্যক্রম তদারকি করণ
  •  
খাসজমি সংক্রান্ত (ক) কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান এবং বাতিল (খ) অকৃষি খাসজমি উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর বন্দোবস্তের প্রস্তাব প্রেরণ
  •  
আশ্রয়ণ/আর্দশগ্রাম/গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা
  •  
হাট বাজারের পেরীফেরীর মাধ্যমে সপ্ লাইসেন্স প্রদান করে ক্ষুদ্র ও দরিদ্র ব্যবসায়িদের কর্মসংস্থানের ব্যবস্থা করা
  •  
অর্পিত সম্পত্তি বিভিন্ন পরিবারের মধ্যে ইজারা প্রদান, ইজারার অর্থ আদায় এবং সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা রাখার ব্যবস্থা করণ
  •  
নামজারী ও জমাখারিজের আবেদন নিস্পত্তি করণ
  •  
আডিট আপত্তি সংক্রান্ত আবেদন নিস্পত্তি
  •  
উপজাতীয়দের ভূ-সম্পত্তি বিক্রয় অনুমোদন প্রদান করণ
  •  
সরকারী সম্পত্তি অবৈধদখলদারদের কাছ থেকে উদ্ধার করণ
  •  
ওয়াকফ্ ও দেবোত্তর সম্পত্তি তদারকি করণ
  •  
সরকারী গাছ তদারকি করণ ও নিলামের মাধ্যমে বিক্রয় করণ
  •  
বন সম্পত্তি তদারকি করণ
  •  
সীমান্ত পিলার স্থাপন ও রক্ষণাবেক্ষণ করণ
  •  
সরকারী ভূ-সম্পত্তির সীমানা চিহ্নিতকরণ
  •  
শাখার বিভিন্ন কার্যক্রমের উপর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ষান্মাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রেরণ
  •  
রাজস্ব প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের বেতনভাতাদি, ছুটি, শৃংখলা, অবসরগ্রহণ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কার্যক্রম।৯. নাগরিক সুবিধা  উল্লিখিত বিষয়াবলীর উপর নাগরিক সুবিধাদি প্রদান করা হয়ে থাকে।

Contact
০১৮১৮৮৫৯৫৬৩
Others

0


Acting Officer